এই ছবিতে এতগুলো “365” এর মধ্যে লুকিয়ে আছে একটি “355”, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
ইলিউশনে পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে শুধুই হালকা হলুদ রং দেখতে পাওয়া যায়। এই হলুদ রঙের ফটোর উপরে '365' লেখা থাকতে দেখা যায়।

অপটিক্যাল ইলিউশনের প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এক আলাদাই আগ্রহ দেখা গিয়েছে। এটি আসলে বাস্তব থেকে ভিন্ন চাক্ষুস উপলব্ধিকে চিহ্নিত করে। এই ঘটনাই কিছু রহস্যপ্রেমী বা চ্যালেঞ্জপ্রেমী মানুষদের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে অনুপ্রেরণা দেয়। যদিও অপটিক্যাল ইলিউশন সমাধান করা সবার কম্ম নয়। ক্ষুরধার মস্তিস্ক সম্পন্ন ব্যক্তিরাই একমাত্র সঠিক জবাব দিতে পারে।
ধাঁধা তথা অপটিক্যাল ইলিউশন সমাধানের হাত ধরে শুধুমাত্র অবসর সময়ই অতিবাহিত হয় না। দৃষ্টিভ্রমযুক্ত ধাঁধা সমাধান করার মাধ্যমে বুদ্ধিমত্তা ও জ্ঞানের বৃদ্ধি ঘটে। একইসঙ্গে এই খেলার মাধ্যমে ‘ডিমেনশিয়া’ (Dimentia) ও অ্যালাজা়ইমারের (Alzheimer) মতো রোগের প্রাথমিক লক্ষণের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করা যায়। অজান্তেই খেলার ছলে ধাঁধা তথা অপটিক্যাল ইলিউশন সমাধান মানুষের একাধিক উপকার করে দেয়।
সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনে পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে শুধুই হালকা হলুদ রং দেখতে পাওয়া যায়। এই হলুদ রঙের ফটোর উপরে ‘365’ লেখা থাকতে দেখা যায়। এই অগণিত ‘365’-এর ভিড়ের মাঝেই একটি মাত্র ‘355’ আছে বলে দাবি করা হয়েছে। হঠাৎ করে দেখে কেউই ‘355’ খুঁজে বের করতে পারে না। তবে কেউ যদি ধৈর্য্য ধরে দেখে অবশ্যই এক সময় ‘355’ খুঁজে পাবে। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই খুঁজে পায় না। এক্ষেত্রে ‘355’ খোঁজার জন্য মাত্র ১০ সেকেন্ড দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে খুঁজে বের করে নিলে আপনি সত্যিই জিনিয়াস! দেখা যাক, আপনি ১০ সেকেন্ডের মধ্যে ‘355’ খুঁজে পান কিনা!
১০ সেকেন্ড অতিক্রম করার আগে খুঁজে পেলেন? খুঁজে না পেলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।