Optical Illusion: এই ছবিতে ’44Z1′-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘4421’, রইল 12 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
ছবিতে লুকিয়ে রয়েছে একটি 4421 সংখ্যা, ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস।

Optical Illusion: সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে কার্যত সব প্রতিটি মানুষের নিজস্ব পছন্দ তৈরী হয়েছে। তাই সেই পছন্দকে মাথায় রেখে এখন সকলে ঝুঁকেছে ধাঁধা খেলার দিকে। চোখের ও মনের এই যুক্তির খেলায় এখন দর্শকদের ফেভারিট। ঠিক তেমনই নম্বর সিরিজের দুর্দান্ত মজার অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো দৃষ্টি তৈরী করতে হবে। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে ’44Z1’। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্ব আজ আপনার। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে তা আমরা জানিয়ে দিচ্ছি। ফটোর থেকে ‘4421’ সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তবে মাত্র 15 সেকেন্ড সময় থাকবে আপনার কাছে।
সময় চলতে শুরু করেছে তাই একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ গেল আপনার। আর উত্তর দিলেও তা গ্রহণ করা সম্ভব নয়। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ছবিটির একেবারে নিচের দিক থেকে তৃতীয় সারির ডান দিক থেকে তিন নম্বরে রয়েছে 4421 সংখ্যাটি। আপনার উত্তর কি আমাদের প্রতিবেদনের সাথে মিলে গেছে? যদি তাই হয় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হয়েছে।