Optical Illusion: এই ছবিতে লুকিয়ে আছে একটি ‘458’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অসংখ্য 468-এর ভিড়ে লুকিয়ে আছে একটি 458, মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস।

Illusion Visual Test: বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই যে জিনিসটি সবার প্রথমে নজরে আসে তা হলো বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge)। আগে যেখানে সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলমাত্র ভাইরাল ভিডিওর দাপট ছিল বর্তমানে সেই জায়গাটা দখল করেছে এই অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষকেই এখন এর মাধ্যমে সময় কাটাতে দেখা যায়।

Optical Illusion:

Optical illusion

আমাদের প্রতিবেদনের মাধ্যমে এর আগে বহুবার বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যেগুলোতে অংশগ্রহণ করে আপনারা অনেকেই হয়ে উঠেছেন জিনিয়াস। আবার কেউ কেউ ব্যর্থ হয়ে খারাপ করেছেন নিজেদের মন। আর দাবি জানিয়েছেন পরবর্তীতে আরও এধরনের চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য। তাই সেই সমস্ত ব্যর্থ প্রতিযোগীদের কথা মাথায় রেখে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে নিয়ে হাজির হলাম একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ।

Optical Illusion:

Optical Illusion

আজকের এই অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য ‘468’। প্রথমবার ছবিটিকে লক্ষ্য করলে সেখানে কেবলমাত্র এই একটি সংখ্যাই পরপর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দেখা গেলেও এর মাঝেই লুকিয়ে রয়েছে একটি চমক। আসলে ‘468’ এর মাঝে লুকিয়ে রয়েছে একটি ‘458’। যা ১০ সেকেন্ডের ভেতর খুঁজে বার করতে হবে সমস্ত প্রতিযোগীদের। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে।









১০

Optical illusion

ব্যাস এখানেই শেষ আপনার সময়। যেসমস্ত প্রতিযোগীরা ইতিমধ্যে উত্তরটিকে খুঁজে বার করতে সক্ষম হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। আপনাদের দৃষ্টিশক্তি কিন্তু ঈগলের চাইতেও প্রখর। তবে যারা এবারের মতো ব্যর্থ হলেন তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনাদের সুবিধার্থে আমরা আগে থেকেই সঠিক উত্তরটিকে চিহ্নিত করে রেখেছি নিচে।
Optical Illusion