ছবিতে এতগুলো “559” ভিড়ে লুকিয়ে আছে একটি ‘569″, ৭ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
পেজে '559' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, '559'-এর ভিড়ের মাঝেই '569' লেখা রয়েছে।

বর্তমানে যাঁরা নিয়মিতরূপে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাঁদের অনেকেই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) শব্দটির সঙ্গে পরিচিত। এই অপটিক্যাল ইলিউশনের দৌলতে অবসর সময় খুব সহজেই অতিবাহিত হয়ে যায়। অপটিক্যাল ইলিউশন সমাধান করার সময়ে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। ডিজিটাল প্ল্যাটফর্মে আজকাল চারিদিকে ছেয়ে রয়েছে অপটিক্যাল ইলিউশন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের অপটিক্যাল ইলিউশন দেখা যায়। কোনো অপটিক্যাল ইলিউশন মনুষ্য কেন্দ্রীক হয়, আবার কোনো দৃষ্টিভ্রম জীবজন্তু কেন্দ্রীক হয়। কোনো অপটিক্যাল ইলিউশনে অক্ষর বা শব্দ দেখা যায়, আবার কোনো অপটিক্যাল ইলিউশন নম্বর সমন্বিত দেখতে পাওয়া যায়। হঠাৎ করে অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো দেখলে সাধারণ ফটোই মনে হতে পারে। তবে ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে, সেই সাধারণ ফটোর মধ্যেই অসাধারণভাবে কোনো সাধারণ জিনিস লুকিয়ে আছে।
সম্প্রতি এই অপটিক্যাল ইলিউশন সমন্বিত একটি ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে। ভাইরাল হওয়া ওই অপটিক্যাল ইলিউশনের ব্যাকগ্রাউন্ড হালকা গোলাপি রঙে পরিপূর্ণ থাকতে দেখা যায়। এই গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো পেজে ‘559’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, ‘559’-এর ভিড়ের মাঝেই ‘569’ লেখা রয়েছে। এবার, ‘559’-এর ভিড়ের মধ্যে ‘569’ খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস। তবে আপনি খুঁজে পান কিনা সেটাই দেখার!
১০ সেকেন্ড ধরে খোঁজাখুঁজির পরে অবশেষে ‘569’ খুঁজে পেলেন? না খুঁজে পেলেও চিন্তার কোনো ব্যাপার নেই। এই প্রতিবেদনে আপনার সুবিধার্থে অপটিক্যাল ইলিউশনটির সমাধান হাজির করা হল।