ছবিতে এতগুলো “699” এর মধ্যে লুকিয়ে আছে একটি “669”, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

একটি ছবি নিয়ে এসেছি যেখানে রয়েছে একগাদা '699'‌। আর এর মধ্যেই রয়েছে একটি "669"। যা আপনাকে খুঁজে বার করতে হবে।‌

সোশ্যাল মিডিয়া খুললে যেমন প্রতিটি মুহূর্তে বিভিন্ন ধরনের ভিডিও চোখে পরে ঠিক সেরকমভাবেই সেগুলোর সাথে টেক্কা দিয়ে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ছবি। যার মধ্যে বিভিন্ন ধরনের মজাদার অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge) সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এগুলো খেলতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। সোশ্যাল মিডিয়ায় এধরনের চ্যালেঞ্জগুলো একবার চোখে পরলে তা এড়িয়ে যাওয়া ভীষণ মুশকিল। যারা এ ধরনের চ্যালেঞ্জে অংশ নিতে পছন্দ করেন তাঁদের জন্য আজও নিয়ে এসেছি একটি নতুন ধরনের মজার ধাঁধা।

এই মজাদার ধাঁধা মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি, জ্ঞান ও চোখের কার্যক্ষমতার প্রমাণ দেবে। আজ আমরা আপনাদের জন্য একটি ছবি নিয়ে এসেছি যেখানে রয়েছে একগাদা ‘699’‌। আর এর মধ্যেই রয়েছে একটি “669”। যা আপনাকে খুঁজে বার করতে হবে।‌ কখনো কখনো এধরনের চ্যালেঞ্জগুলো সহজ হওয়ার কারণে অনেকেই এগুলোর সহজে উত্তর দিয়ে দিতে পারেন। কিন্তু এমন কিছু সময় আসে যখন তাঁদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই এগুলোর উত্তর খুঁজতে অক্ষম হন।‌ সম্প্রতি এই ছবিটিও তারই এক উদাহরণ।

ছবিটিতে অনেকগুলো “699” এর মাঝে একটি “669” খুঁজে বের করতে হবে। আর এর উত্তর খোঁজার জন্য আপনি সময় পাবেন কেবলমাত্র ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যেই সঠিক উত্তর খুঁজে বের করলেই ধরা হবে আপনার বুদ্ধি ও দৃষ্টিশক্তি প্রখর। তাই ভালোমতো ছবিটিকে লক্ষ্য করুন ও পর্যবেক্ষণ করে এর সঠিক উত্তর খুঁজে বের করুন। ছবিটিকে ভালো মতো লক্ষ্য করুন। আপনার সময় শুরু হল এখন থেকে। ভালোমতো ছবিটিকে পর্যবেক্ষণ করুন কোথায় লুকিয়ে রয়েছে সেই সংখ্যাটি।

ব্যাস আপনার সময় এখানেই শেষ। যদি পর্যাপ্ত সময়ের মধ্যে আপনি এর সঠিক উত্তর খুঁজে পান তাহলে আপনাকে অনেক অভিনন্দন। আর যদি খুঁজে না পান তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এর সঠিক উত্তর। ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন সেখানে লাল রঙের চিহ্ন দিয়ে সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করে দেওয়া রয়েছে। যদি ১০ সেকেন্ডের মধ্যে আপনি এর উত্তর খুঁজে বের করেন তাহলে আপনি একজন সুপার জিনিয়াস। আগামী দিনে আমরা এ ধরনের আরও চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করব।