চোখের পরীক্ষা: ছবিতে লুকিয়ে আছে একটি ‘869, মাত্র ১২ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
এই ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন শব্দটি খুঁজে বের করতে হবে।

বর্তমানে প্রায় প্রত্যেক মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। ফিচার ও মূল্যের তফাৎ থাকলেও বহু মানুষের হাতেই রয়েছে উন্নতি প্রযুক্তি সম্পন্ন মুঠোফোন। এই ফোন ইন্টারনেট ও পর্যাপ্ত চার্জ পেলেই মানুষকে বিভিন্নভাবে মনোরঞ্জন দিয়ে থাকে। এই স্মার্টফোনের দৌলতে অবসর সময় খুব সহজেই পেরিয়ে যায়। কোনো রকমের সাহায্য ছাড়াই স্মার্টফোনের হাত ধরে জ্ঞান অর্জন ও নানান ধরণের বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়।
স্মার্টফোনের দৌলতে যেমন নানান ধরণের ফটো দেখা যায়, তেমনই বহু ডিজিটাল খেলাতেও অংশগ্রহণ করা যায়। স্মার্টফোনের বহুল ব্যবহৃত অংশ হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে মনোরঞ্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার যাচাইও করা যায়। বুদ্ধিমত্তা যাচাইয়ের এই খেলা ‘ধাঁধা’ নামে পরিচিত। এই ধাঁধা নানা প্রকারের হয়। তবে কোনো ধাঁধা যদি দৃষ্টিভ্রমের পরিস্থিতি তৈরি করে, তা অপটিক্যাল ইলিউশন নামে পরিচিতি লাভ করে।
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল অপটিক্যাল ইলিউশনে উত্তরদাতাকে একই প্রকৃতির একাধিক নম্বরের মাঝে এক ইউনিক প্রকৃতির নম্বর খুঁজতে বলা হয়েছে। হালকা আকাশি নীল রঙের একটি ফটোর উপরে পুরো পেজ জুড়ে ‘899’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে এই ফটোর মধ্যেই কোনো এক জায়গায় ‘869’ লেখা রয়েছে। এই ‘869’ খোঁজার জন্যই দেওয়া হয়েছে মাত্র ৮ সেকেন্ড। এর মধ্যে খুঁজে বের করতে পারে সত্যি মানতে হবে যে, আপনার দৃষ্টিশক্তি একদম ঈগলের মতো! চলুন এই চ্যালেঞ্জ একবার নিয়েই দেখা যাক।
আপনি খুঁজে পেয়ে গেলে তো খুবই ভালো কথা, নইলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।