Optical Illusion: এই ছবিতে অনেকগুলি ‘983’-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘933’, রইল 12 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এই অপটিক্যাল ইলিউশনে পুরো ফটো জুড়ে হালকা ধূসর রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে '983' লেখা রয়েছে। ফটোর '983'-এর ভিড়ের মাঝেই লুকিয়ে রয়েছে '933'।

Optical illusion: মস্তিষ্ককে খোঁচা দিতে পারে এমন একটি খেলা হল ফটোর ধাঁধা (Picture Puzzle)। এই ধরণের ধাঁধায় রহস্য তথা দৃষ্টিভ্রমের গন্ধ পাওয়া যায়। এই ধরণের ধাঁধাগুলো নানানরূপে উপলব্ধ রয়েছে। কখনও ‘জীগসও পাজ়ল’ (Jigsaw Puzzle), কখনও ‘স্পট দ্য ডিফারেন্স পাজ়ল’ (Spot The Difference Puzzle), আবার কখনও ‘হিডেন অবজেক্ট পাজ়ল’ (Hidden Object Puzzle)-রূপে চারিপাশে উপস্থিত থাকতে দেখা যায় পিকচার পাজ়লকে।

Optical Illusion Picture:

Optical Illusion

তবে সোশ্যাল মিডিয়ায় ছবি ধাঁধার মধ্যে ‘হিডেন অবজেক্ট পাজ়ল’-এর আধিক্য বেশি দেখা যায়। এই প্রকৃতির ধাঁধায় সাধারণত কোনো বিশেষ বস্তু লুকিয়ে থাকে। উত্তরদাতাকে সেই লুকানো বস্তুটিকেই খুঁজতে হয়। এক্ষেত্রে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা নম্বর বা প্রত্যেকটা অক্ষর দেখতে একই প্রকৃতির মনে হয়। কিন্তু এর মধ্যেই ঠিক কোনো এক জায়গায় ইউনিক কোনো একটা বস্তু, নম্বর বা অক্ষর থাকতে দেখা যায়। ধৈর্য ধরে ভালো করে খুঁটিয়ে সেই ইউনিক উত্তরটিকে খুঁজতে হয়।

Optical illusion

আজকের প্রতিবেদনে পেশ করা হল এমন ব্রেন টিজার, যা সত্যিই আপনার মস্তিষ্ককে পরিশ্রম করতে বাধ্য করে দেবে। প্রতিবেদনে দেওয়া ফটোটি মূলত ছবি ধাঁধা হিসাবে পরিচিত। এই প্রকৃতির ধাঁধায় যেহেতু দৃষ্টিভ্রমের সৃষ্টি হয়, তাই এটি অপটিক্যাল ইলিউশন নামে পরিচিত। আজকের এই অপটিক্যাল ইলিউশনে পুরো ফটো জুড়ে হালকা ধূসর রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে ‘983’ লেখা রয়েছে। ফটোর ‘983’-এর ভিড়ের মাঝেই লুকিয়ে রয়েছে ‘933’। এবার আপনি যদি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন হন, তাহলে ২০ সেকেন্ডের মধ্যেই খুঁজে দেখান।

তবে আপনার মধ্যে শুধুমাত্র এই বৈশিষ্ট্য থাকলেই হবে না। আপনাকে বেশ মনোযোগীও হতে হবে। এবার তাহলে মনোযোগ ও দৃষ্টিশক্তির পরীক্ষা নেওয়া হয়ে যাক? ২০ সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে গেলে তো খুবই ভালো কথা। নইলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।
Optical Illusion