Optical Illusion: ছবির মধ্যে লুকিয়ে আছে ‘ALLOW’, মাত্র 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

অসংখ্য ALLOT-এর মাঝে লুকিয়ে আছে ALLOW, মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

Optical Illusion: বুদ্ধি বাড়াতে সবথেকে কাজ করে অপটিক্যাল ইলিউশন। আজকাল অপটিক্যাল ইলিউশন বেশ মজার খেলা হয়ে উঠেছে আট থেকে আশি সকলের কাছে। আসলে খেলা গুলি এমনভাবে তৈরি করা হয় যা এককথায় মানুষের চোখের পরীক্ষা নেয়। একইরকম ছবির মধ্যে লুকোনো কোনও জিনিস খুঁজে পাওয়া অনেকেরই বেশ কঠিন লাগতে পারে। তবে এই ধরনের ধাঁধার সমাধান করলে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশও হয়। তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে অসংখ্য ‘ALLOT’ শব্দের মধ্যে থেকে ‘ALLOW’ শব্দটি লুকিয়ে রয়েছে।

Optical Illusion Picture:

Optical Illusion

আজকের খেলা বর্তমানের সবথেকে নতুন খেলা তা বলার অপেক্ষা রাখে না। যা মনকে যেমন চনমনে করে তুলবে, তেমনই কমাবে দুশ্চিন্তা। এবার এই মজার খেলায় অসংখ্য ‘ALLOW‘ শব্দ খুঁজে বের করতে খারাপ লাগবে না। যার জন্য আপনি সময় পাবেন মাত্র 12 সেকেন্ড। তীক্ষ্ম দৃষ্টিশক্তির সঙ্গে মস্তিষ্ক সচল থাকলেই দিতে পারবেন এই ধাঁধার উত্তর। দেখুন দেখি সমাধান করতে পারেন কিনা।

Optical Illusion Picture:

Optical Illusion

১২
১১
১০








আপনার সময় শেষ। এবার আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আপনার উত্তর দেখুন। নয় নম্বর স্তম্ভের নিচের দিক থেকে তিন নম্বর সারিটি দেখুন। সেখানে ‘ALLOT‘ নয় বরং লেখা আছে ‘ALLOW‘। শব্দটি খুঁজে বের করতে পেরেছেন তাদের অভিনন্দন। তাহলে যারা সঠিক উত্তর খুঁজে পাননি তাঁরা ব্যর্থ হবেন না। আপনাদের জন্য নিচে সমাধান দেওয়া রইলো।

Optical Illusion Answer:

Optical illusion