চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘BAR’, রইল মাত্র 10 সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে 'CAR' শব্দমন্ডলী। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি অন্য শব্দ ঢুকে গেছে।

সোশ্যাল মিডিয়া (Social Media) এখন হয়ে উঠেছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলেই চোখের সামনে ভেসে উঠবে। ঠিক তেমনই ODD ONE OUT কিংবা ভুল শব্দ খুঁজে বের করার খেলা বর্তমানে খুবই ভাইরাল। প্রতিদিন হাজার হাজার মানুষ সেই খেলা খেলেন। চলুন আজ সেই ধরণের একটি বিশেষ খেলা নিয়েই হাজির আপনাদের জন্য। অবসর সময়ে অবশ্যই এই খেলায় অংশগ্রহণ করবেন।

সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে ‘CAR’ শব্দমন্ডলী। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি অন্য শব্দ ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্ব আজ আপনার। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। ফটোর থেকে ‘BAR’ শব্দটি খুঁজে বের করতে হবে। তবে উত্তর খুঁজে বের করার জন্য মাত্র ১৮ সেকেন্ড সময় থাকবে আপনার কাছে।

বুদ্ধির এই খেলায় মাত্র কিছু মানুষ সঠিক এখনও সফলতা ছিনিয়ে নিতে পেরেছেন। তাঁদের যে দৃষ্টি ঈগলের মতো তা বলতে দ্বিধা নেই।

সময় শুরু হয়ে গেছে।

ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে।

কি উত্তর খুঁজে পেয়েছেন?

১০








Optical illusion

সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে ১১ নম্বর স্তম্ভের, ১১ নম্বর সারির অক্ষরটি লক্ষ্য করুন। সেখানে ‘CAR’ অক্ষরের বদলে লেখা আছে ‘BAR’। আপনার উত্তর কি আমাদের প্রতিবেদনের সাথে মিলে গেছে? যদি তাই হয় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। প্রতিবেদনের শেষে সঠিক উত্তর দিয়ে দেওয়া হলো। শুধু নিজে নয় সকলের সাথে এই খেলা ভাগ করে নিন আর তাদের বুদ্ধির পরীক্ষা নিতে ভুলবেন না।