Optical Illusion: এই ছবিতে লুকিয়ে আছে ‘Coin’, মাত্র 9 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

ছবির মধ্যে লুকিয়ে আছে একটি Coin মাত্র ৯ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশন খেলার হিরিক উঠেছে খুব। এগুলিই আসলে এমন কিছু ছবি, যার মাধ্যমে আপনি আপনার মস্তিকের ভিতরে ভালো করে বুদ্ধি বাড়তে সাহায্য করে। কিছু ছবি থেকে লুকিয়ে থাকা জিনিসগুলিকে খুঁজে বের করতে হয়, কিছুতে আবার ভুলগুলির সংশোধন করে দিতে হয় বা সেখান থেকেও কিছু না কিছু শেষ পর্যন্ত খুঁজেই বের করতে হয়। তেমনই একটি চমৎকার অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা এই প্রতিবেদনে আপনার জন্য নিয়ে এসেছি।

Optical Illusion Picture:

Optical illusion

দেখুন ‘Coin’ শব্দ মনে হলেও ফটোতে কিন্তু পূর্ণ একটি শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আপনি এই ফটোর মধ্যে থেকে একটি পরিপূর্ণ ‘Coin’ শব্দটি খুঁজে বের করবেন। উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। সেই সময় শুরু হচ্ছে এখন থেকে।

Optical illusion

১০








এখানে দেখুন:এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘Y’, 16 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

ফটোর ডান দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন ‘Co!n’ নয় বরং একটি পরিপূর্ণ ‘Coin’ শব্দটি দেখা যাচ্ছে। আপনার সঠিক উত্তরটি লুকিয়ে যাচ্ছে ১৩ নম্বর লাইনের পাঁচ নম্বর সারিতে। তাহলেই বুঝতে পারছেন কতটা সহজ ছিল এই প্রশ্ন তবে আপনারা উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। সঠিক উত্তর নির্দ্বিষ্ট চিহ্ন করে দেখিয়ে দেওয়া হয়েছে।
optical illusion