Optical illusion: ছবিতে লুকিয়ে আছে বিখ্যাত ফুটবল তারকা নেইমার, 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির (Leonel Messi) ফটো দেখা যাচ্ছে। এই ফটো দেখলে খুব সহজেই যে কেউ চিনে নিতে পারবেন।

Optical Illusion: সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আপনি বেশ খানিক স্মার্ট হয়েছেন। এই % হয়তো মুখে বলা যাবে না। কারণ সোশ্যাল মিডিয়াই তো এখন সবথেকে বেশি জ্ঞানের ভান্ডার। যে কোনো বিষয় সম্পর্কে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন। ঠিক তেমনই নম্বর সিরিজের দুর্দান্ত মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি আজ। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো উত্তর খুঁজে বের করতে হবে। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।
Optical Illusion:
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির (Leonel Messi) ফটো দেখা যাচ্ছে। এই ফটো দেখলে খুব সহজেই যে কেউ চিনে নিতে পারবেন। তবে তার মধ্যেই ভুল করে অন্য এক জনপ্রিয় ফুটবলার ঢুকে গেছে। সেই ফুটবল্যাটিকে খুঁজে বের করার দায়িত্বই দেওয়া হয়েছে আপনাকে। কি পারবেন তো খুঁজে বের করতে? কে সেই বিখ্যাত ফুটবলার তা নিশ্চয়ই বলে দিতে হবে না।
এই ধরনের প্রশ্নর উত্তর কিভাবে সহজে বের করবেন তার কিছু টিপস দেওয়া হলো –
১) প্রথমে সম্পূর্ণ ফটোটি দেখুন।
২) স্তম্ভ কিংবা সারি ধরে মিলিয়ে দেখুন।
৩) চোখের ধাঁধা হলে প্রতি বার আপনাকে ধোকা দিতে পারে।
৪) তাই খুঁজে না পেলে আবার প্রথম থেকে শুরু করুন।
১০ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। বুদ্ধির এই খেলায় মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছে। ধীরে ধীরে কিন্তু সময় শুরু হলো আপনার
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোর একদম ডান দিকে লক্ষ্য করুন। মাঝের সারির শেষের ফটো দেখলেই বুঝতে পারবেন সেই ফটোটি মেসির নয়। বরং ব্রাজিলের বিখ্যাত ফুটবল তারকা নেইমারের (Neymar)। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো। আপনার খেলা হয়ে গেলে পরিবার কিংবা বন্ধুদের সাথে প্রশ্নটি ভাগ করে তাদের বুদ্ধির পরীক্ষা নিতে ভুলবেন না।