চোখের পরীক্ষা: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি আলাদা পাখি, 20 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
ফটো থেকে দেখে আপনাকে একটি অড কিংবা আলাদা একটি পাখি (Bird) খুঁজে বের করতে হবে।

রবিবার মানেই আলসেমি। আর আলসেমি মানেই খেলবেন সাধারণ বুদ্ধির ও দৃষ্টির খেলা। আপনার কি সবসময় নিজের মগজকে শাণিত করার জন্য IQ বুস্টার খুঁজে চলেন? যারা খুব দ্রুত অপটিক্যাল বিভ্রম খেলা গুলি খেলতে পারেন। আমাদের ওয়েবসাইটে এই ধরণের খেলা শত শত পেয়ে যাবেন। এই খেলা যেমন আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারে। তেমনই ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করতে ও বুদ্ধি বৃদ্ধি করতে অভুতপূর্ণ পক্রিয়া চালায়।
ফটো থেকে দেখে আপনাকে একটি অড কিংবা আলাদা একটি পাখি (Bird) খুঁজে বের করতে হবে। হ্যাঁ আজকের প্রশ্নটি বেশ মজাদার। ফটোতে দেখুন দেখা যাচ্ছে একইরকম বেশ অনেকগুলি পাখি। তবে কার্যত ভুল করেই অন্য একটি পাখি সেই ফটোর মধ্যে ঢুকে পড়েছে। তাই আপনাকে সেই ODD বা অন্য পাখি খুঁজে বের করতে হবে। উত্তর খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড সময় থাকবে।
তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ছবিটির চার নম্বর স্তম্ভের চার নম্বর পাখিটি দেখুন। পা দুটি দেখলেই বুঝতে পারবেন কতটা আলাদা এই পাখিটি। বাকি পাখিগুলির পায়ের রঙ খয়েরি হলেও ওই পাখিটির পায়ের রঙ কিন্তু বিভিন্ন। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। যাদের উত্তর সঠিক হয়েছে তারা প্রত্যেকে এক একজন জিনিয়াস।