Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে একটি আলাদা ‘Pig’, মাত্র 9 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

শুকর ছানাগুলোকে দেখতে একই রকম মনে হলেও এর মাঝে এমন একটি শুকর ছানা লুকিয়ে রয়েছে যে অন্যদের চাইতে আলাদা। আর সেটাকে খুঁজে বার করার জন্য আপনার হাতে রয়েছে কেবলমাত্র ১০ সেকেন্ড সময়।

Optical Illusion: বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটি টপিক হলো অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge)।‌ যেটাকে খাস বাংলা ভাষায় চোখের ধাঁধাও বলা হয়। এটি হলো আসলে এক ধরনের দৃষ্টিভ্রম। যার মাধ্যমে মানুষ ঘরে বসেই নিমেষের মধ্যে সেরে ফেলতে পারে নিজেদের আইকিউ টেস্ট ও দৃষ্টিশক্তির প্রখরতার পরীক্ষা। যার কারণে প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ এর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হয়ে পরছে।

Optical Illusion

সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রায়ই চোখে পড়ে বিভিন্ন রকমের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জগুলো। এগুলো মূলত মানুষের আইকিউ লেভেল টেস্ট করার জন্য তৈরি করা হলেও বর্তমানে বহু মানুষ এর মাধ্যমে সময়ও কাটাচ্ছেন। যার কারণে এগুলোর জনপ্রিয়তা আরো বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। এখন আট থেকে আশি প্রতিটি মানুষই এর প্রতি দারুণভাবে আকৃষ্ট। আর যার উদাহরণ সোশ্যাল মিডিয়া খুললেই মেলে।

Optical Illusion

আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেরকমই একটি নতুন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ তুলে ধরবো আপনাদের কাছে। আজকের চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি সাদা রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে আঁকা রয়েছে অসংখ্য শুকর ছানার ছবি। ছবিটিকে একবার‌ চাক্ষুষ করলে সেখানে সমস্ত শুকর ছানাগুলোকে দেখতে একই রকম মনে হলেও এর মাঝে এমন একটি শুকর ছানা লুকিয়ে রয়েছে যে অন্যদের চাইতে আলাদা। আর সেটাকে খুঁজে বার করার জন্য আপনার হাতে রয়েছে কেবলমাত্র ১০ সেকেন্ড সময়। সেজন্য আপনার সময় শুরু হল এখন থেকে।









১০
ব্যাস এখানেই শেষ আপনার সময়। তাহলে আপনি কি খুঁজে পেয়েছেন সেই ভিন্ন শুকর ছানাটিকে? যদি পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সত্যিকারেরই একজন জিনিয়াস মশাই। আর যদি না পান তাহলেও চিন্তার কোনো কারণ নেই। কারণ নিচের ছবিটিকে লক্ষ্য করুন। দেখুন সেখানে আমরা সঠিক উত্তরটিকে চিহ্নিত করে রেখেছি।

Optical illusion