চোখের পরিক্ষা: ‘BACK’-এর মাঝে লুকিয়ে রয়েছে একটি ‘PACK’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
একবার ছবিটিকে দেখলে সেখানে কেবলমাত্র 'BACK' শব্দটিই চোখে পড়বে। তবে না এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ইংরেজি 'PACK'।

Optical Illusion Visual Test: কমবেশি এখন প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী। প্রযুক্তি নির্ভর এই যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আট থেকে আশি প্রতিটি মানুষই এখন হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। যার কারণে বদল এসেছে মানুষের জীবনযাত্রার পাশাপাশি বিনোদন উপভোগেও। ফলে বহু মানুষ টিভি ও সংবাদপত্রের বিনিময়ে বেছে নিয়েছে মোবাইল ও সোশ্যাল মিডিয়াকে। যার ফলে যত দিন যাচ্ছে তত এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বেড়েই চলেছে।
গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের টপিকে ছড়াছড়ি থাকলেও একশ্রেণীর মানুষের যে জিনিসটি সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। যাকে খাঁটি বাংলায় চোখের ধাঁধা বলা হয়। আর এটি বর্তমানে নেট দুনিয়ার একটি ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে। যার মাধ্যমে কচিকাঁচা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ প্রত্যেকেই সময় কাটাচ্ছেন।
অপটিক্যাল ইলিউশন হচ্ছে এমন এক ধরনের মজাদার খেলা যার মাধ্যমে ঘরে বসেই কেবলমাত্র মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের আইকিউ টেস্ট ও দৃষ্টিশক্তির প্রখরতা পরীক্ষা করা যায়। তাও আবার নিখুঁতভাবে। যার ফলে প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি হয়ে উঠেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আপনাদের জন্য আমাদের প্রতিবেদনের মাধ্যমে বহু অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। যেখানে অংশগ্রহণ করে আপনারা অনেকেই হয়ে উঠেছেন জিনিয়াস। সম্প্রতি সেরকমই একটি নতুন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ আবারো নিয়ে হাজির হলাম আপনাদের জন্য।
আজকের এই চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি হালকা সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর পরপর সারিবদ্ধভাবে ইংরেজিতে লেখা রয়েছে অসংখ্য ‘BACK’। একবার ছবিটিকে দেখলে সেখানে কেবলমাত্র ‘BACK’ শব্দটিই চোখে পড়বে। তবে না এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ইংরেজি ‘PACK’। যদি সেটাকে ৭ সেকেন্ডের ভেতর খুঁজে বার করতে পারেন তাহলে ধরে নেওয়া হবে আপনি একজন জিনিয়াস। তাই আর সময় নষ্ট না করে চলুন ঝটপট খেলায় অংশগ্রহণ করা যাক। আপনার সময় শুরু হল এখন থেকে-
১
২
৩
৪
৫
৬
৭
ব্যাস এখানেই শেষ আপনার সময়। যেসমস্ত প্রতিযোগিরা ইতিমধ্যে উত্তরটিকে খুঁজে বার করতে সক্ষম হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। তবে যারা ব্যর্থ হয়েছেন তাদের সুবিধার্থে নিচে আমরা সঠিক উত্তরটিকে চিহ্নিত করে দিয়েছি দেখুন।