Optical Illusion: ছবিতে লুকিয়ে আছে ‘POT’, 11 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

অসংখ্য HOT-এর মাঝে লুকিয়ে আছে একটি POT, রইল 11 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

কি ভাবছেন অপটিক্যাল ইলিউশন খেলবেন? ঠিক সেই খেলা নিয়েই হাজির হয়েছি আজকের প্রতিবেদনে। যেখানে ফটোর মধ্যে থেকে ভুল কিংবা অড উত্তরটি খুঁজে বের করতে হবে। অবসর সময় পেলেই এই ধরণের খেলা খেলেন। শুধু তাই নয় যে কোনো জায়গায় একটু দাঁড়ানোর জায়গা পেলেই ধাঁধার উত্তর খুঁজতে লেগে পরেন। স্মার্ট ফোন ব্যবহার করলে আপনিও অনায়েসেই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি আজকের প্রশ্ন কিন্তু আছে ইংরেজিতে।

Optical illusion

ফটোতে দেখা যাচ্ছে লেখা আছে ‘HOT’। এই ফটোর মধ্যেই সামান্য বানান ভুল হয়েছে যার ফলে সেই ‘HOT’ শব্দটি বদলে গেছে। ‘POT’। জিনিয়াস প্রমাণ করতে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি ও দৃষ্টি শক্তি মেপে নিতে পারবেন। উত্তর খুঁজে বের করার জন্য 20 সেকেন্ড সময় থাকবে।

তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।

টিক। টিক। টিক।

সময় এগিয়ে চলেছে আর ১৫ সেকেন্ড বাকি।

১৪
১৩
১২
১১
১০

আর কয়েক সেকেন্ড বাকি মাত্র।

নিশ্চয়ই আপনি উত্তর খুঁজে পেয়েছেন।

এখনও পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। শেষ হয়ে গেল আপনার সময়। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ১০ নম্বর স্তম্ভের ১০ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘HOT’ শব্দের বদলে ‘POT’ শব্দ লেখা হয়ে গেছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো।
Optical Illusion