Optical Illusion: ছবিতে এতগুলো ‘LAW’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘SAW’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি SAW, মাত্র ১১ সেকেন্ডে খুঁজে বের করুন।

Optical Illusions: ছোট থেকে স্কুলে সবাই ইংরেজি শেখেন। বড়ো হবার সাথে সাথেই কিন্তু ইংরেজি আমাদের বহু কাজে লাগে। তবে অনেক সময় শেখা জিনিস আমরা ভুল করি। যেমন আজকের এই ফটোতে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে হবে আপনাকে। আপনি নিশ্চয়ই ইংরেজি জানেন ও ভুল দেখলেই ধরতে পারবেন। কিন্তু সমস্যা একটাই আপনার দৃষ্টি দরকার বাজ পাখির মতো। কি পারবেন তো আজকের অপটিক্যাল ইলিউশনের উত্তর দিতে।
সম্পূর্ণ ফটো জুড়ে দেখুন ‘LAW’ লেখা আছে। কিন্তু মজাদার এই অপটিক্যাল বিভ্রমটি তৈরী হয়েছে এমন সুন্দরভাবে। আর তারপরেই যেখানে এই বিশেষ শব্দের মধ্যে একটি অন্য শব্দ লুকিয়ে পড়েছে। আপনাকে কিন্তু অবিলম্বে সেই শব্দটি খুঁজে বের করতে হবে। 10 সেকেন্ড সময় থাকবে তার মধ্যে। বর্তমানে খুবই এই ধরণের খেলার চল হয়েছে। তাই অবসর সময়ে সবথেকে বেশি এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা।
তাহলে নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হচ্ছে আপনার।
সঠিক উত্তর দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে যান।
টিক। টিক। টিক।
ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে চলেছে ক্রমাগত।
সময় প্রায় শেষের পথে।
5
4
3
2
1
আপনার সময় শেষ। এবার সঠিক উত্তর আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন। ছবিটিতে ভালো ভাবে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে ছবিটির বামদিক থেকে 3 নম্বর স্তম্ভের 4 নম্বর সারিতে যে শব্দটি রgxয়েছে সেটিতে LAW এর পরিবর্তে SAW লেখা রয়েছে। ফটোর মধ্যেই নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো যাতে সকলে সহজেই বুঝতে পারবেন। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা কমেন্ট করে জানাতে ভুলবেন না।