ছবিটির মধ্যে এতগুলি “SANG”-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি “SING”, ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করলে আপনি জিনিয়াস

'SANG'-এর মাঝে 'SING' খোঁজার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। কারণ, 'SING' শব্দটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ৮ সেকেন্ড।

যারা জীবনে একবারও ধাঁধা সমাধান করেছেন, তাঁরা একবারের জন্য হলেও জানেন যে ধাঁধা সমাধান সহজ ব্যাপার নয়। হুট করে যে কেউ ধাঁধা সমাধান করতে পারেন না। ধাঁধায় উল্লিখিত প্রত্যেকটা বিষয় অনুসন্ধান করলে তবেই সবশেষে ধাঁধা সমাধান করতে পারা যায়। এক্ষেত্রে অনুসন্ধানের বিষয় হিসাবে কোনো প্রতীক বা কোনো প্রাণী বা কোনো জড়োবস্তু ব্যবহৃত হয়।

ইন্টারনেট পূর্ববর্তী যুগে ভারতে শব্দ ধাঁধার প্রচলন খুব বেশি ছিল। তবে ইন্টারনেট পরবর্তী যুগে সোশ্যাল মিডিয়া মাথাচাড়া দিতেই অপটিক্যাল ইলিউশনকে (Optical Illusion) বেশি চর্চায় থাকতে দেখা যায়। এই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গেলে মস্তিষ্ককে বেশ ভালো রকমের কসরত করতে হয়। কারণ হঠাৎ দেখলে কোনোভাবেই উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশন সম্পন্ন এক ফটো চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল। ফটোটিতে হালকা হলুদ রঙ কোণায় কোণায় পরিপূর্ণ থাকতে দেখা গেল। এই হলুদ রং বিশিষ্ট ফটোর উপরেই চারিদিকে ‘SANG’ লেখা থাকতে দেখা যায়। এই ‘SANG’ শব্দটি একটি বা দুটি নয়, অগণিত সংখ্যায় দেখা যায়। দাবি করা হয়েছে, এই ‘SANG’ শব্দের মাঝেই কোনো এক জায়গায় ‘SING’ লেখা রয়েছে।

‘SANG’-এর মাঝে ‘SING’ খোঁজার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। কারণ, ‘SING’ শব্দটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ৮ সেকেন্ড। এত কম সময়ের মধ্যে ‘SING’ শব্দটি খোঁজা সবার কম্ম নয়। কিছু মানুষ যদিও গভীর মনোযোগ ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তির দৌলতে ঠিকই খুঁজে বের করে নেন। এবার দেখুন তো সেই কিছু মানুষগুলোর মধ্যে আপনি আছেন কিনা!

কি? খুঁজে পেলেন? না খুঁজে পেলে সমাধানটি জানার জন্য নিম্নে দেওয়া ফটোটি দেখতে পারেন।