চোখের পরীক্ষা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘SON’, রইল মাত্র 20 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
অসংখ্য 'DON'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'SON', আপনাকে খুঁজে বের করতে হবে।

Visual Test: ভিজুয়াল টেস্ট বা অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ যাই বলুন না কেন এটি কিন্তু নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি টপিক। আর এর মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাটা খুবই কম। কমবেশি প্রতিটি মানুষই দিনের কিছুটা হলেও সময় কাটাচ্ছে এখন। যার কারণে এটির জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে দিনকে দিন। এখন সোশ্যাল মিডিয়া খুললেই সবার প্রথমে চোখে পড়ে এ ধরনের চ্যালেঞ্জগুলো।
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর অভিনীত ‘DON’ সিনেমাটি হয়তো আপনাদের প্রত্যেকেরই দেখা। এই সিনেমাটি একসময় তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকমহলে। এরপর এই সিনেমার তৈরি হয় সিক্যুয়েল। যেখানে অভিনয় করতে দেখা যায় বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shahrukh Khan)। ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে এই সিনেমার তৃতীয় সিক্যুয়েল বের হতে চলেছে। যেটাতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)-কে। আর এই ‘DON’ দিয়েই নিয়ে এসেছি একটি নতুন চ্যালেঞ্জ।
আজকের এই চ্যালেঞ্জে আপনারা দেখতে পাবেন একটি সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য ‘DON’। একবার দেখলে সেখানে কেবলমাত্র এই লেখাটিই চোখে পড়বে। তবে এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি ভিন্ন শব্দ ‘SON’। যেটাকে আপনাদের খুঁজে বার করতে হবে কেবলমাত্র ১৮ সেকেন্ড সময়ের মধ্যে। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
ব্যাস আপনার সময় এখানেই সমাপ্ত হলো। যেসব প্রতিযোগিতা ইতিমধ্যে ভিন্ন শব্দটিকে খুঁজে বার করতে পেরেছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। আপনারা যে সত্যিকারেরই জিনিয়াস সেই কথা কিন্তু নিঃসন্দেহে মানতে হবে। তবে যারা ব্যর্থ হয়েছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কারণ নিচে দেওয়া আমাদের ছবিটিকে লক্ষ্য করুন। দেখুন সেখানে আমরা সঠিক উত্তরটিকে চিহ্নিত করে দিয়েছি।