Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘সূর্যমুখী ফুল’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

সারি সারি মৌমাছির ভিড়ে লুকিয়ে বসে আছে একটি সূর্যমুখী ফুল, মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করুন।

Optical Illusion: সারি সারি মৌমাছি আর তাদের মধ্যেই লুকিয়ে আছে সুন্দর একটি সূর্যমুখী ফুল। কিন্তু আপনি নিশ্চয়ই সেই ফুল দেখতে পাচ্ছেন না। কারণ না পাওয়ারই কথা। মানুষের দৃষ্টি এমনই যা সামনে থাকলেও সবাই খুঁজে পায় না। আবার অনেকেই দৃষ্টি বাজ পাখির মতো। এসব বলতে গিয়েই মনে পড়লো আজকের ধাঁধা (Optical Illusion) তৈরী মৌমাছি ও সূর্যমুখী ফুল নিয়ে। আদতে ফটোতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি মৌমাছি ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। তবে তাঁর মধ্যে লুকিয়ে আছে একটি সূর্যমুখী ফুল। একইরকম রং যে কারণে দেখা সম্ভব হচ্ছে না।

Optical Illusion Picture:

Optical Illusion

বেশ গন্ডগোল ও পেঁচালো ব্যাপার তাই তো? ফুলটিকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। তাহলে কি আপনি এই চ্যালেঞ্জ নিয়ে নিলেন? মাত্র 12 সেকেন্ড সময় থাকবে আপনার জন্য। তবে তার আগে অবশ্যই আপনি জেনে নিন এই প্রশ্নর উত্তর গুলি কিভাবে দেবেন খুব সহজেই।

১) খুব ভালো করে প্রথমে প্রশ্নটি দেখতে হবে।

২) নির্দিষ্ট সময় ভুলে কার্যত মাথা ঠান্ডা রেখে উত্তর খোঁজার প্যাটার্ন খুঁজে বের করুন।

৩) জুম্ করে ভালো করে সেই ফটো গুলি দেখার ব্যবস্থা করুন যাতে অনায়েসেই যে জিনিষটি খুঁজছেন তা পেয়ে যান।

কথায় কথায় আপনার সময় শেষ প্রায় শেষ।





এবার সময় শেষ। খুঁজে পেয়েছেন উত্তর? না পেলেও চিন্তা নেই আপনার জন্য নিচে সঠিক উত্তর দেওয়া হলো। ফটোর বাঁ দিকে একটু নিচে দেখুন। সেই মৌমাছি গুলির মধ্যে একটা সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে। বাজ পাখির মতো নজর হলে অবশ্যই বুঝতে পারবেন। নির্দিষ্ট চিহ্ন করেও বুঝিয়ে দেওয়া হলো। যাদের উত্তর আমাদের প্রতিবেদনের সাথে মিলেছে তাদের অবিলম্বে বলতেই হবে জিনিয়াস।
Optical Illusion