১০০ জনে পারে মাত্র ১ জন! মাত্র ১৫ সেকেন্ডে ছবিটির মধ্যে “TENT” শব্দটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস

অসংখ্য BENT -এর ভিড়ে লুকিয়ে আছে TENT, রইল খুঁজে বের করার চ্যালেঞ্জ।

বর্তমান সময়ে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) শব্দটির সাথে পরিচিত প্রায় প্রত্যেক নেটিজেন। কারণ, আজকাল সোশ্যাল মিডিয়াতে (Social Media) ঢুঁ মারলেই অপটিক্যাল ইলিউশন সংক্রান্ত হাজার হাজার ছবি, শব্দ, সংখ্যা কিংবা অন্যান্য খেলা সামনে আসে। যেগুলি দৃষ্টিভ্রমের মাধ্যমে রীতিমতো অবাক করে দেয় সবাইকে। এমনকি, এই ছবিগুলি সাধারণ ছবির তুলনায় কিছুটা আলাদাও হয়। তীক্ষ্ণ মন ও বাজপাখির নজরের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশজনই সেগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির দিকে নজর দিলে বুঝবেন ইংরেজিতে ‘BENT’ শব্দটি লেখা রয়েছে। কারণ, সমগ্ৰ ছবিজুড়েই সারিবদ্ধভাবে রয়েছে ওই শব্দটি। তবে, ওই ‘BENT’ শব্দের ভিড়েই লুকিয়ে রয়েছে আরও একটি ভিন্ন ইংরেজি শব্দ। আর সেটি হল ‘TENT’। ওই শব্দটি খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। ওই শব্দটিকে খুঁজে দেখার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করতে হবে।

এখন থেকে তাহলে আপনার সময় শুরু হলো।

১৫
১৪
১৩
১২
১১
১০








সময় শেষ। একটু খুঁটিয়ে দেখলেই সঠিক উত্তর দিতে পারবেন। ছবিটির বাঁ দিকের দ্বিতীয় স্তম্ভের ১৬ নম্বর সারিটি লক্ষ্য করুন। তাহলেই সেখানে দেখতে পারবেন ‘TENT’ শব্দটি লেখা হয়েছে। ভালোভাবে সেটির অবস্থানটি বোঝানোর জন্য আমরা একটি লাল বৃত্তের মাধ্যমে শব্দটিকে দেখিয়ে দিচ্ছি। তবে আমাদের উত্তর বলার আগে আপনি যদি পেয়ে যান তাহলে একজন জিনিয়াস।