Optical illusion : এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘Y’, 16 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
ছবির মধ্যে কোথাও লুকিয়ে আছে Y রইল ১৬ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

Optical Illusion: সোজা কিংবা উল্টো ইংরেজি অক্ষর নিশ্চয়ই আপনি চিন্তে পারবেন। ঠিক তেমনই একটি খেলা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও ইংরেজি জানায় কোনো ত্রুটি থাকলে চলবে না। আজকের বিশেষ ধাঁধাটি কিছুটা আপনার ইংরেজি ও দৃষ্টি শক্তির উপর নির্ভর করেই তৈরী হয়েছে। যেখানে এক অক্ষরের মধ্যে কার্যত ভুল করে অন্য একটি অক্ষর উল্টো হয়ে গেছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে।
Optical Illusion Picture:
কথা না বাড়িয়ে আগে আজকের প্রশ্নটি দেখে নিন। ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অনেক উল্টো ‘Y’ দেখা যাচ্ছে। ফটো জুড়ে এত উল্টো ‘Y’ দেখে কিছু আন্দাজ করতে পারছেন। এর মধ্যে লুকিয়ে আছে সোজা একটি ‘Y’। হ্যাঁ এই ভুল কিংবা উল্টো Y খুঁজে বের করতে হবে আপনাকে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি মেপে নিতে পারবেন।
Optical Illusion :
উত্তর খুঁজে বের করার জন্য ১৩ সেকেন্ড সময় দেওয়া হবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।
১৩
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
আপনার সময় শেষ হয়ে গেল। কি পারলেন না উত্তর দিতে। প্রতিবেদনের নিচে আমরাই আপনাদের সঠিক উত্তর জানিয়ে দেওয়া হচ্ছে। ফটোতে মোট ১৮ টি স্তম্ভ আছে। সেখানেই ১৩ নম্বর স্তম্ভে নিচের দিক থেকে দ্বিতীয় সারিতে দেখা যাচ্ছে ‘Y’। ফটোতে বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট মার্ক করে দেওয়া হয়েছে। যাদের উত্তর ঠিক হয়েছে তারা প্রত্যেকে জিনিয়াসের থেকে কিছু কম নয়।