Optical Illusion : ছবিতে ‘LET’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘JET’, কেবল ৫০/৫০ দৃষ্টিশক্তি ব্যক্তিরাই খুঁজে পাবেন
ফটোর একদম মাঝবরাবর দেখুন যেখানে 'LET' নয় বরং আছে 'JET'। বাজপাখির নজর ছাড়া আপনি খুঁজে পাবেন না এই উত্তর।

ছোট থেকে স্কুলে কমবেশি সবাই ইংরেজি শেখার উপর জোড় দেন। বড়ো হবার সাথে সাথেই কিন্তু ইংরেজি আমাদের বহু কাজে লাগে। তবে অনেক সময় শেখা জিনিস আমরা ভুল করি। যেমন আজকের এই ফটোতে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে হবে আপনাকে। আপনি নিশ্চয়ই ইংরেজি জানেন ও ভুল দেখলেই ধরতে পারবেন। কিন্তু সমস্যা একটাই আপনার দৃষ্টি দরকার বাজ পাখির মতো। কি পারবেন তো? আজকের Optical Illusion কিন্তু আমরা ঠিক এমনই দুর্দান্ত ও নতুনত্ব খেলা নিয়ে হাজির হয়েছি।
সম্পূর্ণ ফটো জুড়ে দেখুন ‘LET’ লেখা আছে। জানি আপনি একটু স্তভিত হয়েছেন। কিন্তু মজাদার এই অপটিক্যাল বিভ্রমটি তৈরী হয়েছে এমন সুন্দরভাবে। আর তারপরেই যেখানে এই বিশেষ শব্দের মধ্যে একটি অন্য শব্দ লুকিয়ে পড়েছে। আপনাকে কিন্তু অবিলম্বে সেই শব্দটি খুঁজে বের করতে হবে তাও আবার ১০ সেকেন্ডের মধ্যে। বর্তমানে খুবই এই ধরণের খেলার চল হয়েছে। তাই অবসর সময়ে সবথেকে বেশি এই খেলাতেই মত্ত থাকেন নেটিজেনরা।
তাহলে নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হচ্ছে আপনার।
সঠিক উত্তর দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে যান।
ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে চলেছে ক্রমাগত।
সময় প্রায় শেষের পথে।
৩..২…১…
শেষ সময়বেবার দেখুন আমাদের প্রতিবেদনের মাধ্যমে সঠিক উত্তর। ফটোর একদম মাঝবরাবর দেখুন যেখানে ‘LET’ নয় বরং আছে ‘JET’। বাজপাখির নজর ছাড়া আপনি খুঁজে পাবেন না এই উত্তর। ফটোর মধ্যেই নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো যাতে সকলে সহজেই বুঝতে পারবেন। কেমন লাগলো আপনাদের এই ধাঁধা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের বার আবার এমনই সুন্দর খেলা নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো খুব তাড়াতাড়ি।