চোখের পরীক্ষা: এই ছবিতে কোথাও চুপটি করে লুকিয়ে আছে একটি বাঁদর, রইল 9 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
প্রথমেই ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে একটি সুন্দর চিড়িয়াখানার। কোন প্রাণী নেই বলুন তো সেখানে। সবাই জিরাফ গুলির সামনে দাঁড়িয়ে সুন্দর ফটো তুলছে। তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি বাঁদর (Monkey)।

চিড়িয়াখানায় (Zoo) ঘুরতে গেছেন কখনও? ছোটবেলায় নিশ্চয়ই এই জায়গায় যেতে আপনাদের সকলের খুবই ভালো লাগে। নিশ্চয়ই বিভিন্ন প্রাণী দেখেছেন যেমন বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, জিরাফ থেকে আরও বিভিন্ন প্রাণী। তবে সবথেকে আলাদা ধরণের প্রাণীটিকে লক্ষ্য করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুধু লাফালাফি করে ও এক ডাল থেকে অন্য ডালে চড়ে বেড়ায়। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না কার কথা বলা হচ্ছে ঠিকই ধরেছেন বাঁদরের প্রশংসাই করা হচ্ছে। তেমনই আজকের প্রতিবেদনের সাথে সম্পর্ক আছে বাঁদরের।
প্রথমেই ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে একটি সুন্দর চিড়িয়াখানার। কোন প্রাণী নেই বলুন তো সেখানে। সবাই জিরাফ গুলির সামনে দাঁড়িয়ে সুন্দর ফটো তুলছে। তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি বাঁদর (Monkey)। হ্যাঁ সেই বাঁদরকে খুঁজে বের করাই আজ আপনার দায়িত্ব। কি পারবেন তো? চিন্তা নেই বেশ মজাদার এই প্রশ্নে মেতেছে সকলে। ফটোর এই দুর্দান্ত ধাঁধায় কার্যত সকলেই মেতেছেন।
আপনাকে ৯ সেকেন্ড সময় দেওয়া হবে। তার মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখন থেকে তাহলে আপনার নির্দিষ্ট সময় শুরু হয়ে গেল। চটপট চেষ্টা করুন ও উত্তর দিন…
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
সময় শেষ হয়ে গেল। এবার আমাদের দেওয়া উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখুন। ফটোর বাঁ দিকে দেখুন জিরাফের পাশে ছোট একটি খাঁচা আছে। সেই খাঁচার মধ্যেই আছে সেই বাঁদরটি। দৃষ্টি ভালো হলে অতি অবশ্যই আপনারা দেখতে পারবেন। মার্ক করে বুঝিয়ে দেওয়া হলো। সঠিক উত্তর যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনাদের জিনিয়াস আখ্যা দিতেই হবে।