এই ছবিতে অনেকগুলি “10” মধ্যে লুকিয়ে আছে একটি “18”, ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

একটি নয়, দুটি নয় অগণিত সংখ্যায় '10' লেখা থাকে ফটোটিতে। দাবি করা হয়েছে, এই অসংখ্য '10'-এর মাঝেই '18' লেখা রয়েছে। '10'-এই ভিড়ে '18' খোঁজার জন্য মাত্র ৫ সেকেন্ড দেওয়া হয়েছে।

মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য নানান রকমের খেলা রয়েছে এই দুনিয়ায়। একাধিক খেলার মধ্যে অপটিক্যাল ইলিউশনের খেলা অন্যতম। এই খেলার মাধ্যমে অনায়াসে যেমন একদিকে অবসর সময় কাটানো যায়, তেমনই অপরদিকে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ানো যায়। বহু স্থানে ধাঁধা সমাধানকে মস্তিষ্কের ব্যায়াম হিসাবেও গণ্য করা হয়। এই খেলার মাধ্যমে একজন ব্যক্তি নিজের বুদ্ধিমত্তার স্তর বিশ্লেষণ ও চিহ্নিত করতে পারেন।

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) প্রায়শই টাইমলাইনে এসে পৌঁছে যায়। কিছুজন এগুলোকে এড়িয়ে গেলেও বেশিরভাগ মানুষই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পছন্দ করেন। এই মর্মে তাঁরা সমাধানও করেন। সমাধান প্রায় সবাই করতে পারলেও একটি নির্দিষ্ট সময়ে সমাধান খুব কম মানুষই করতে পারেন। একমাত্র ক্ষুরধার বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরাই নির্ধারিত সময়ের মধ্যে অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ছবি চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল। ফটোটি মূলত সবুজ হালকা রং বিশিষ্ট। এই সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট ফটোর উপরেই কালো রঙের কালি দিয়ে ’10’ লেখা থাকতে দেখা যায়। একটি নয়, দুটি নয় অগণিত সংখ্যায় ’10’ লেখা থাকে ফটোটিতে। দাবি করা হয়েছে, এই অসংখ্য ’10’-এর মাঝেই ’18’ লেখা রয়েছে। ’10’-এই ভিড়ে ’18’ খোঁজার জন্য মাত্র ৮ সেকেন্ড দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করা মোটেই সহজ কাজ নয়। বহু মানুষই ৮ সেকেন্ডের মধ্যে উত্তরটি খুঁজতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১% মানুষই এটি খুঁজে বের করতে পেরেছেন। আপনি কি এই দলে পড়েন? চলুন সেটাই দেখা যাক।

উত্তর খুঁজে পেলেন? না খুঁজে পেলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।