ছবিতে অনেকগুলি ’54’ -এর মাঝে লুকিয়ে আছে একটি ’34’, ৭ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

এই গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো পেজ জুড়ে '54' দেখতে পাওয়া গেছে। দাবি করা হয়েছে '54'-এর ভিড়ের মাঝেই '34' লেখা হয়েছে।

বর্তমানে অবসর সময় কাটানোর এক দুর্দান্ত বিষয়ে পরিণত হয়েছে ‘অপটিক্যাল ইলিউশন’। এই অপটিক্যাল ইলিউশনের হাত ধরে খুব সহজেই সময় অতিবাহিত হয়ে যায়। কারণ অপটিক্যাল ইলিউশন সমাধান করতে বসলে মস্তিষ্কের পরিশ্রম করার মাঝে কখন যে সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। সবাই আবার অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন না। কেউ পারলেও সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে উঠতে পারেন না। যার ফলে তাঁকে পরাজিত বলেই ধরে নেওয়া হয়।

অপটিক্যাল ইলিউশন সমাধান করতে চাইলে উত্তরদাতাকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ও বিশাল ধৈর্যের অধিকারী হতে হয়। উত্তরদাতার একইসঙ্গে মনোযোগী হওয়াও খুবই প্রয়োজন। কারণ একটুর জন্য অমনোযোগী হলেই উত্তর থেকে নজর সরে যেতে পারে। ফলস্বরূপ সাময়িকভাবে উত্তরটি হারিয়ে দিতে পারেন উত্তরদাতা। এই অবস্থায় খুঁজতে গেলে আবার নতুন করে খুঁজতে শুরু করতে হয় উত্তরদাতাকে। আর তাই তীক্ষ্ণ দৃষ্টির উপস্থিতিতে মনোযোগ সহকারে উত্তরদাতাকে সমাধান খুঁজতে হয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো চর্চায় থাকতে দেখা গেছে। উক্ত ফটতে শুধুই সংখ্যা দেখতে পাওয়া গিয়েছে। ফটোটির ব্যাকগ্রাউন্ড মিষ্টি গোলাপি রঙে আবৃত। এই গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো পেজ জুড়ে ’54’ দেখতে পাওয়া গেছে। দাবি করা হয়েছে ’54’-এর ভিড়ের মাঝেই ’34’ লেখা হয়েছে। এক্ষেত্রে ’34’ খুঁজে বের করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৮ সেকেন্ড। মাত্র ৮ সেকেন্ডের মধ্যেই অনেকেই ’34’ খুঁজতে ব্যর্থ হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন খুঁজে পান কিনা?

খুঁজে না পেয়ে থাকলেও চিন্তার কোনো ব্যাপার নেই। কারণ নিম্নে সমাধান দিয়ে দেওয়া হয়েছে।