Optical illusion: ছবিতে এতগুলি ‘8’-র মাঝে লুকিয়ে রয়েছে একটি ‘6’, ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

মূলত পুরো ফটোজুড়ে '8' লেখা থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে এই ফটোর মধ্যেই নাকি '6' লেখা রয়েছে।

অবসর সময় অতিবাহিত করার জন্য মানুষ নানান রকমের উপায় খুঁজে থাকে। কিছু মানুষ গান শোনার পথ বেছে নেন, আবার কিছু মানুষ গল্পের বই পড়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন মানুষের স্বভাব ও প্রকৃতি বিভিন্ন হওয়ায় অবসর সময় কাটানোর ধরণও বিভিন্ন। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাঁরা গান শোনা বা গল্পের বই পড়ার পদ্ধতি আপন না করে ধাঁধা সমাধান করতে বেশি ভালোবাসেন।

ধাঁধা নানান রকমের হয়। শব্দ ও ছবি উভয়ের হাত ধরে ধাঁধা সমাধান খেলা যায়। কিছু ধাঁধা সমাধান শব্দকে কেন্দ্র করে হয়। এক্ষেত্রে উত্তরদাতাকে বুদ্ধিমত্তার সঙ্গে ধাঁধা সমাধান করতে হয়। শব্দ সমাধান করার জন্য উত্তরদাতার উপস্থিত বুদ্ধি থাকতেই হয় এবং একইসঙ্গে তাঁর শব্দজ্ঞান থাকাটাও বাধ্যতামূলক। অপরদিকে অপটিক্যাল ইলিউশনের ক্ষেত্রেও শব্দ জ্ঞান নয়, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি উত্তরদাতার হাতিয়ার হয়ে থাকে। উত্তরদাতা অপটিক্যাল ইলিউশন সমাধান করতে চাইলে তাঁকে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী হওয়ার পাশাপাশি বেশ ধৈর্যশীলও হতে হবে। তবেই গিয়ে সময়ের পেরিয়ে যাওয়ার আগে সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

সম্প্রতি একটি নম্বর সমন্বিত অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল অপটিক্যাল ইলিউশনটির ব্যাকগ্রাউন্ডে শুধুই হলুদ রঙের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। মূলত পুরো ফটোজুড়ে ‘8’ লেখা থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে এই ফটোর মধ্যেই নাকি ‘6’ লেখা রয়েছে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তরদাতাকে ‘8’-এর ভিড়ের মাঝে ‘6’ খুঁজতে হবে। উত্তরটি খোঁজার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে খুঁজে না বের করতে পারলে উত্তরদাতা হেরে যাবেন। এবার এর মধ্যে আপনি উত্তরটি খুঁজে বের করতে পারেন কিনা, একবার দেখুন তো।

যদিও খুঁজে নাও বের করতে পারেন, চিন্তা করার কিছু নেই। নিম্নে আপনার সুবিধার জন্য সমাধান হাজির করা হল।