চোখের পরীক্ষা : ছবিতে অনেকগুলি পাখির মধ্যে লুকিয়ে আছে একটি আলাদা পাখি, 13 সেকেন্ডে খুঁজে বের পেলেই আপনি জিনিয়াস

ফটোর মধ্যে দেখা যাচ্ছে একইরকমের দেখতে অনেকগুলি পাখি আছে। তবে আপনাকে একটি অড কিংবা আলাদা চিত্র খুঁজে বের করতে হবে।

Optical Illusion বর্তমানে সাধারণ মানুষের প্রতিদিনের খেলার অঙ্গ। খুবই জনপ্রিয় এই খেলা স্থান কাল পাত্র না দেখেই খেলা যায়। স্মার্ট ফোন (Smart Phone) ও ইন্টারনেট সঠিক ব্যবহার জানলে অনায়েসেই এই খেলা খেলতে পারবেন। খেলা মানেই হার জিত থাকবে আর Optical illusion -এর এই খেলায় কেউ জেতে আবার কেউ হারে। কেউ দিনের পর দিন কার্যত চেষ্টা চালিয়ে গেলেও সঠিক বুদ্ধির ব্যবহার করতে পারে না। আজকের ধাঁধাটি তবে বুদ্ধির নয় বরং দৃষ্টি শক্তির।

আজকের প্রশ্নটি আগে ভালো করে দেখুন। ফটোর মধ্যে দেখা যাচ্ছে একইরকমের দেখতে অনেকগুলি পাখি আছে। তবে আপনাকে একটি অড কিংবা আলাদা চিত্র খুঁজে বের করতে হবে। Optical Illusion -এর এই খেলায় কিন্তু ইতিমধ্যেই অনেকে চেষ্টা করেছেন। এবার আপনার পালা। উত্তর খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত মাত্র কিছু সংখ্যক মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।

ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দিন।

সময় প্রায় শেষের পথে।

৩…২…১…

আপনার সময় শেষ হলো। যারা উত্তর দিতে পারেননি কিংবা দ্বিধায় আছেন তাঁদের বলছি আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ৯ টি স্তম্ভ ও ৭ টি সারি জুড়ে পাখির মুখ দেখতে । সেখানেই সাত নম্বর স্তম্ভের, পাঁচ নম্বর সারির পাখিটিকে ভালো করে লক্ষ্য করুন। অন্য যে ফটো গুলি আছে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। নিশ্চয়ই দেখলেই পার্থক্য বোঝা সম্ভব হচ্ছে। ফটোতে আপনাদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করে বলে দেওয়া হলো। যাদের এই Optical Illusion বা চোখের ধাঁধা খেলার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তারা প্রত্যেকে জিনিয়াস ও ঈগলের চোখের অধিকারী।