এতগুলো মানুষের ভিড়ে লুকিয়ে আছে একটি “কুকুর”, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

ফটোতে সবাইকে মানুষ বলে মনে করা হলেও সবাই মোটেই মানুষ নয়, মানুষের ভিড়ে একটি কুকুর লুকিয়ে আছে। উক্ত কুকুরটিকে খোঁজার জন্য মাত্র ৫ সেকেন্ড দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ফটো ও ভিডিওর সমাহার দেখতে পাওয়া যায়। মজাদার, আরামদায়ক, বিনোদনমূলক বিভিন্ন রকমের ফটোয় ভর্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এই প্ল্যাটফর্মগুলোতে জ্ঞানমূলক কন্টেন্টও দেখতে পাওয়া যায়। আবার কিছু কন্টেন্ট থাকে যেগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এই ধরণের কন্টেন্টগুলোর মধ্যে অন্যতম হল ধাঁধা সমাধান।

ধাঁধা নানান রকমের হয়। আমরা মূলত শব্দ ধাঁধা ও দৃষ্টিভ্রম সংক্রান্ত ধাঁধার সঙ্গেই পরিচিত। সোশ্যাল মিডিয়া পূর্ববর্তী যুগে শব্দ ধাঁধার ক্রেজ থাকলেও আজকাল দৃষ্টিভ্রম বিশিষ্ট ধাঁধার প্রচলনই বেশিই দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়েরই প্রচলন বেশি, সেটাই ভাইরাল নামে পরিচিত। সোশ্যাল মিডিয়া তথা সামাজিক মাধ্যমে যে বিষয়টাই বেশি আলোচিত হয় সেটিই ভাইরাল হিসাবে পরিচিতি লাভ করে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি দৃষ্টিভ্রম সমন্বিত ভিডিও ভাইরাল হয়েছে। ফটোটিতে বেশ কিছু মানুষের ছবি অঙ্কিত থাকতে দেখা গেছে। বিভিন্ন রঙের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ধর্মের ও বিভিন্ন সংস্কৃতির মানুষকে উক্ত ফটোতে বিভিন্ন রকমের এক্সপ্রেশন সহকারে দেখা গেছে। কারোর মাথায় ফুল দেখা গেছে, তো কাউকে মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। দাবি করা হয়েছে উক্ত ফটোতে সবাইকে মানুষ বলে মনে করা হলেও সবাই মোটেই মানুষ নয়, মানুষের ভিড়ে একটি কুকুর লুকিয়ে আছে। উক্ত কুকুরটিকে খোঁজার জন্য মাত্র ৫ সেকেন্ড দেওয়া হয়েছে। বহু মানুষ অপটিক্যাল ইলিউশন সমাধানে জয়ীর খেতাব পেলেও এক্ষেত্রে অনেকজনকেই পরাজিত হতে দেখা গেছে। কারণ ৫ সেকেন্ডের মধ্যে মানুষের ভিড়ে কুকুর খুঁজে বের করা মোটেই সহজ ব্যাপার নয়। আপনি যদি এই ৫ সেকেন্ডের মধ্যে কুকুরটিকে খুঁজে বের করতে পারেন, তাহলে সত্যিই আপনি জিনিয়াস! তাহলে দেখুন তো একবার, আপনি খুঁজে পান কিনা!

আপনি খুঁজে পেয়ে গেলে তো খুবই ভালো কথা। না খুঁজে পেল নিম্নে পেশ করা হাইলাইটেড ফটোটি দেখতে পারেন। উক্ত ফটোতে কুকুরটিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে।