Optical illusion: এতগুলি মুরগির মাঝে লুকিয়ে রয়েছে ৩টি পেঁচা, ৭ সেকেন্ডে খুঁজে বের করলে আপনি জিনিয়াস
দাবী করা হয়েছে যে এই তিন ধরনের পাখির মধ্যে তিনটি ছোট ছোট পেঁচা লুকিয়ে রয়েছে। আর আপনাদের খুঁজে বার করতে হবে সেই তিনটি পেঁচাকে।

সোশ্যাল মিডিয়া মানেই মনোরঞ্জনের এক নতুন দুনিয়া। আর এই দুনিয়ায় বিভিন্ন ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবি ও পোস্ট প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে। যেগুলির মধ্যে বিশেষ করে সকলের নজর কাড়ে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। যেগুলো দেখতে খুব সাধারন মনে হলেও আদতে অতটা সাধারণ নয়। এগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে কঠিন এক চ্যালেঞ্জ। যা একবার চোখে পরলে তা এড়িয়ে যাওয়া ভীষণ মুশকিল। তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। যার সঠিক উত্তর দিতে পারলে বোঝা যাবে আপনার বুদ্ধি ও দৃষ্টিশক্তি কতটা প্রখর।
সম্প্রতি উপরের ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কয়েকটি ধূসর, চকোলেট ও সাদা রঙের বেশ কয়েকটি পাখি। এই তিন ধরনের পাখিগুলোর মধ্যে কারো মাথায় রয়েছে টুপি কারো গলায় রয়েছে স্কার্ফ ও কারো কারো চোখে রয়েছে চশমা। এখন এই নতুন চ্যালেঞ্জটিতে দাবী করা হয়েছে যে এই তিন ধরনের পাখির মধ্যে তিনটি ছোট ছোট পেঁচা লুকিয়ে রয়েছে। আর আপনাদের খুঁজে বার করতে হবে সেই তিনটি পেঁচাকে। যার জন্য আপনারা সময় পাবেন কেবলমাত্র ৭ সেকেন্ড। নির্ধারিত এই সময়ের মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করতে পারলে ধরে নেওয়া হবে আপনি একজন জিনিয়াস।
অর্থাৎ ৭ সেকেন্ডের মধ্যে যদি আপনি সেই তিনটি পেঁচাকে খুঁজে বার করতে পারেন তাহলে তা থেকে প্রমাণ মিলবে আপনার দৃষ্টিশক্তি ও বুদ্ধির। তাই ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন ও সঠিক উত্তর খুঁজে বার করার চেষ্টা করুন। আপনার সময় শুরু হল এখন থেকে। ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন ও উত্তর খুঁজুন। কি পেয়েছেন উত্তর? ব্যাস আপনার সময় এখানেই শেষ। আপনি যদি পর্যাপ্ত সময়ের মধ্যে উত্তর খুঁজে বের করেন তাহলে আর কোনোরকম সন্দেহ নেই আপনার দৃষ্টিশক্তি ও বুদ্ধির প্রখরতা নিয়ে।
তবে যারা খুঁজে পাননি তাঁদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের পেঁচা তিনটিকে খুঁজে বের করতে সাহায্য করবো। নিচে দেওয়া ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন। সেখানে লুকিয়ে থাকা তিনটি পেঁচাকে হাইলাইট করা রয়েছে। তিনটি পেঁচার বৈশিষ্ট্য হলো তাঁদের মাথায় কোনোরকম ঝুটি নেই। আশা করি আপনারা এভাবে পেঁচা তিনটিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। পরবর্তী সময়ে আমরা আবারো এ ধরনের বহু চ্যালেঞ্জ নিয়ে হাজির হবো আপনাদের কাছে।