এই ছবিতে লুকিয়ে আছে একটি ‘টিকটিকি’, ৭ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি লিজেন্ড

এই ডালে মূলত কালো রঙের উপরে সাদা-ধূসর রঙের আস্তরণ থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই একটি টিকটিকি লুকিয়ে রয়েছে।

অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটোগুলোতে আজকাল ভরে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নানান রকমের ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোগুলোর মধ্যে কিছু আনন্দদায়ক হয়, কিছু মন খারাপ করে দেয়। কিছু ফটো পুরোনো স্মৃতি ফিরিয়ে আনে, আবার কিছু ফটো ভবিষ্যতের আশার আলো জাগায় মনে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার ফটোগুলো বেশ ভালো রকমেরই প্রভাব ফেলে সাধারণ মানুষের মনে।

নানান রকমের ফটোর মাঝে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চায় থাকা ছবি হল অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো। এই প্রকৃতির ফটোগুলো দেখে মাথায় বিভ্রান্তির সৃষ্টি হয়। চোখ এক দেখে আর প্রকৃত সত্য থাকে অন্য কিছু। আর এই কারণেই সমাধান খুঁজতেও সময় লেগে যায়। তবে কিছু মানুষ আছেন, যাঁদের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে একদমই বেশি সময় লাগে না। রীতিমতো কয়েক সেকেন্ডের মধ্যে তাঁরা লুকিয়ে থাকা সমাধান খুঁজে নিতে পারেন। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনটিতে পুরো ফটোর মধ্যে একটি গাছের ডাল দেখতে পাওয়া যায়। গাছের ডালটি মূলত গাঢ় রং বিশিষ্ট। এই ডালে মূলত কালো রঙের উপরে সাদা-ধূসর রঙের আস্তরণ থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই একটি টিকটিকি লুকিয়ে রয়েছে। প্রথমে দেখে অসম্ভব মনে হলেও বেশ কিছুক্ষণ ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে, সত্যিই সেখানে একটি টিকটিকি লুকিয়ে আছে। ধূসর বর্ণের ডালের উপরে টিকটিকি খুঁজে পাওয়া সবার কম্ম নয়। দেখুন তো একবার, আপনি পারেন কিনা?

খুঁজে না পেলে নিম্নে পেশ করা সমাধানটি দেখতে পারে। টিকটিকিটিকে চিহ্নিত করে নিম্নে একটি ফটো পেশ করা হল।