Optical Illusion: ছবিতে এতগুলো ‘HONEY’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘MONEY’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
পরপর সারিবদ্ধভাবে লেখা 'HONEY' এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি 'MONEY'।

Optical Illusion: আপনি কি কখনো অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন? যদি করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে কতটা মজাদার হয়ে থাকে এধরনের চ্যালেঞ্জগুলো। আসলে এগুলো হলো একধরনের মজার চোখের ধাঁধা। যার মাধ্যমে ঘরে বসেই কেবলমাত্র মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের আইকিউ টেস্ট ও দৃষ্টিশক্তির প্রখরতা পরীক্ষা করা যায়। যার কারণে এগুলোর জনপ্রিয়তাও দিনকে দিন বেড়েই চলেছে মানুষের মধ্যে।
Optical Illusion Picture:
আসলে এগুলো মানুষকে একপ্রকার বিভ্রান্তিতে ফেলে দেয়। যার কারণে নিমেষের মধ্যে পরীক্ষা করা যায় কার আইকিউ লেভেল কতটা শক্তিশালী। আমাদের প্রতিবেদনের মাধ্যমে এর আগে বহুবার বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যেগুলোতে আপনাদের মধ্যে থাকা বহু প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। আর তকমা পেয়েছিলেন জিনিয়াসের। তাই আজ সেরকমই একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে আবারো হাজির হলাম আপনাদের কাছে।
আজকের এই চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি নীল রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য ইংরেজি ‘HONEY’ । একনজরে দেখলে প্রথমে সেখানে শুধুমাত্র এই একটিমাত্র লেখায় চোখে পরলেও আসলে এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি চমক। পরপর সারিবদ্ধভাবে লেখা ‘HONEY’ এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘MONEY’। যা আপনাকে খুঁজে বার করতে হবে কেবলমাত্র ১০ সেকেন্ডের ভেতর। সেজন্য আপনার সময় শুরু হল এখন থেকে।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
ব্যাস এখানেই শেষ আপনার সময়। তাহলে আপনি কি এবার হতে পেরেছেন জিনিয়াস? যদি আপনি সময়ের মধ্যে উত্তরটিকে খুঁজে বার করতে সক্ষম হন তাহলে আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই। আর যারা এবারের মতো ব্যর্থ হলেন তাদের সুবিধার্থে নিচে আমরা সঠিক উত্তরটিকে আগে থেকেই চিহ্নিত করে রেখেছি দেখুন।