Optical Illusion : ছবিতে লুকিয়ে রয়েছে একটি উল্টো ‘K’, 12 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
এক নজর দেখলে সেখানে শুধুমাত্র 'K' চোখে পরলেও এর মাঝে লুকিয়ে রয়েছে একটি উল্টো 'K'।

Optical Illusions : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম জনপ্রিয় ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge)। যেগুলোতে আট থেকে আশি প্রতিটি মানুষই বেশ আগ্ৰহের সহিত উপভোগ করেন। এগুলো সাধারণত মানুষের আইকিউ লেভেল টেস্ট করার জন্য তৈরি করা হলেও বর্তমানে এর মাধ্যমে মনোরঞ্জনে মেতেছে একাধিক মানুষ। যার কারণে এগুলোর জনপ্রিয়তা হুঁ হুঁ করে বেড়ে চলেছে প্রতিটি মানুষের মধ্যে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া খুলে যেদিকেই তাকাবেন সেদিকেই চোখে পড়বে এধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জগুলো। আসলে এগুলো এক ধরনের চোখের ধাঁধা। যেখানে প্রতিযোগীদের সামনে একটি ছবি তুলে ধরা হয়। যেখানে কিছু সংখ্যা, ছবি, ইমোজি ও শব্দ পরপর সারিবদ্ধভাবে সাজানো থাকে। আর ঠিক তারই মাঝে লুকিয়ে থাকে একটি ভিন্ন ধরনের ছবি, সংখ্যা, ইমোজি কিংবা শব্দ। যা খুঁজে বার করার জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় প্রতিযোগীদের। আর সেই সময়ের মধ্যে উত্তরটিকে খুঁজে বার করতে পারলেই কেল্লাফতে।
Optical Illusion Photo:
আমাদের প্রতিবেদনের মাধ্যমে এর আগে বহুবার বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যেগুলোতে অংশগ্রহণ করে আপনারা অনেকেই হয়ে উঠেছেন জিনিয়াস। সম্প্রতি সেরকমই আরো একটি নতুন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ আবারো ভাইরাল হতে দেখা গিয়েছে নেট দুনিয়া জুড়ে। যা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাই আর সময় নষ্ট না করে ঝটপট চলুন খেলায় অংশগ্রহণ করা যাক।
আরও পড়ুন : ছবিতে লুকিয়ে আছে একটি ‘MET’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
আজকের এই অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য ইংরেজি ‘K’। এক নজর দেখলে সেখানে শুধুমাত্র ‘K’ চোখে পরলেও এর মাঝে লুকিয়ে রয়েছে একটি উল্টো ‘K’। যা আপনাকে খুঁজে বার করতে হবে কেবলমাত্র ১৫ সেকেন্ডের ভেতর। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
ব্যাস এখানেই শেষ আপনার সময়। যেসমস্ত প্রতিযোগীরা ইতিমধ্যে উত্তরটিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। আর যারা অসমর্থ হয়েছেন তাদেরকেও চিন্তার কোনো কারণ নেই। কারণ নিচের ছবিটিতে লক্ষ্য করুন দেখুন সেখানে আমরা আগে থেকেই সঠিক উত্তরটিকে চিহ্নিত করে রেখেছি আপনাদের সুবিধার্থে।