Optical illusion: ফটোর মধ্যে থেকে 8 সংখ্যাটি খুঁজে বের করুন মাত্র 9 সেকেন্ডের মধ্যে

এই ছবির মধ্যে লুকিয়ে আছে 8, রইল ৯ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

Optical Illusion: মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে অনেকেই নিয়মিতভাবে বিভিন্ন ধাঁধার (Puzzle) সমাধান করেন। এটি মস্তিষ্কের অন্যতম একটি ব্যায়াম হিসেবেও পরিগণিত হয়। মূলত, এর মাধ্যমে আপনি আপনার বুদ্ধিমত্তারও সঠিক বিশ্লেষণ করে ফেলতে পারেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রায়শই এমন কিছু ছবি সামনে আসে যেগুলির সমাধান করা কোনো ধাঁধা সমাধানের চেয়ে কম কিছু নয়। আজকেও ঠিক তেমনই কয়েক সেকেন্ডের মধ্যেই ধাঁধার উত্তর বের করার একটি খেলা নিয়ে হাজির হয়েছি। চটপট ধাঁধার (Optical Illusion) প্রশ্নের উত্তর দিতে পারবেন যদি আপনার দৃষ্টি শক্তি যদি খুব ভালো হয়।

Optical Illusion

দেখুন একটি সুন্দর ফটো রাখা আছে। তবে এই প্রাকৃতিক ফটোর মধ্যে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা। যদিও এই ফটোর মধ্যে যা লুকিয়ে আছে সেই সংখ্যা খুঁজে বের করা এতো সহজ নয়। ফটোতে একটি 8 লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। চিন্তা নেই 10 সেকেন্ড সময় পাবেন। তার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে। ৯৫% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আপনি তাহলে প্রস্তুত তো?

ইতি মধ্যেই কিন্তু আপনার সময় এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে।

সময় গড়িয়ে চলেছে।

টিক। টিক। টিক।

শেষের পথে।

৩…২…১…

সময় শেষ হলো আপনার। যারা উত্তর খুঁজে পেয়েছেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে মিলিয়ে দেখুন। ফটোটি আগে ভালো করে দেখুন। ডান দিকে ছাদে যেখানে টালির মধ্যে দেখুন একটা 8 লেখা আছে দেখা যাচ্ছে। বোঝার সুবিধার জন্য চিহ্ন (Mark) করেও দেখিয়ে দেওয়া হলো। বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রয়োগ করলেই সহজে দিতে পারবেন এই প্রশ্নের উত্তর। যারা পারলেন না আসা করা যায় তারা পরের বার অবশ্যই পারবেন।
Optical illusion