Optical Illusion: ছবিতে লুকিয়ে আছে একটি ফুল, মাত্র 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

Optical Illusion: 10 সেকেন্ডের মধ্যে ফটোর মধ্যে থেকে ফুল খুঁজে বের করুন।

Optical Illusion:
অপটিক্যাল ইলিউশন হল এমন ছবি যা আপনার মস্তিষ্কর সাথে শুধু প্রতারণা করতে থাকে। তীক্ষ্ণ দৃষ্টি শক্তির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বারংবার। প্রতিটি মানুষ বর্তমানে এই খেলা খেলতে অভস্থ হয়েছে। আপনারও কি এইধরণের খেলা খেলতে ভালোলাগে? তাহলে আপনি অবশ্যই একদম সঠিক প্রতিবেদনে এসে হাজির হয়েছেন। আমাদের সোশ্যাল মিডিয়া ফিডগুলির মাধ্যমে স্ক্রোল করার সময় অপটিক্যাল বিভ্রমের (Optical Illusion) খেলা গুলি নিশ্চয়ই দেখেছেন।

Optical Illusion Picture:

Optical Illusion

আজ খেলবেন নাকি একটা খেলা? আজকের এই ধাঁধা খেলাটি কিন্তু সবার থেকে আলাদা। ফটোতে দেখুন একটি ঘরের চিত্র তুলে ধরা হয়েছে। টেবিলের উপরে আপেল, আম, কমলালেবু থেকে শুরু করে কি ফল নেই। দেওয়ালে টাঙানো রয়েছে ফটো। কার্যত এক কথায় বলতে গেলে খুব সুন্দর করে সাজানো এই ঘরে আপনারা সকলে খুঁজে বের করবেন একটি দুর্দান্ত সুন্দর ফুল। ধাঁধাটি কিন্তু সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।

Optical illusion

সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে 10 সেকেন্ড মতো সময় দেওয়া হবে। আপনি কি খুঁজে পেয়ে গেছেন সেই ফুল? না পেয়ে থাকলে চিন্তা নেই আমরা খুঁজে দেবো আপনাদের জন্য তবে তার আগে নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো।

10
9
8
7
6
5
4
3
2
1

এখানে পড়ুন: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘W’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

কি পারবেন না উত্তর দিতে তাই তো? ফটোর মধ্যে ফলের যে বাটি আছে সেটা দেখুন। দেখুন একটি ফুল দেখা যাচ্ছে। আপনারা যাতে সহজেই বুঝতে পারেন তার জন্য ফটোর মধ্যে দিয়ে নির্দিষ্ট মার্ক করেও দেওয়া হলো। কেমন লাগলো এই ধাঁধার উত্তর দিতে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের যদি উৎসাহ থাকে এই ধরণের অপটিক্যাল বিভ্রম খেলায় তাহলে পরেরবার আবারো এমন খেলা নিয়ে হাজির হব

Optical Illusion Solved:

Optical Illusion