চোখের পরীক্ষা: এই ছবিতে অনেকগুলি ‘HAZY’-এর মাঝে লুকিয়ে আছে ‘LAZY’, 12 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
ইংরেজিতে লেখা রয়েছে অসংখ্য 'HAZY' এবং ঠিক এরই মাঝে লোকানো রয়েছে একটি 'LAZY'।

Optical Illusion Brain Challenge: আগে সোশ্যাল মিডিয়া খুললে যেখানে সবার প্রথমে চোখে পড়তো বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও। বর্তমানে সেই জায়গাটা দখল করেছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge)। এটিকে খাঁটি বাংলায় চোখের ধাঁধা বলেও ডাকা হয়। এমনকি দিনকে দিন মানুষের মধ্যেও এই চ্যালেঞ্জটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষই এর প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট।
আসলে এটি মূলত মানুষের আইকিউ লেভেল টেস্ট করার জন্য তৈরি করা হলেও বর্তমানে বিনোদনের মাধ্যম হিসেবেও বহু মানুষ ব্যবহার করছে এটিকে। যার কারণে যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে পড়ছে এটি। বিশেষ করে বর্তমান প্রজন্মের ইয়ং জেনারেশনের কাছে এটি হয়ে উঠেছে সময় কাটানোর অনেক অন্যতম মাধ্যম। এছাড়াও প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ এই চ্যালেঞ্জের ব্যবহার করছে নিজেদের মানসিক চাপ দূরে মস্তিষ্ককে সতেজ রাখতে।
আমাদের প্রতিবেদনের মাধ্যমে এর আগে বহুবার বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যেগুলোতে অংশগ্রহণ করে আপনারা অনেকেই হয়ে উঠেছেন জিনিয়াস। তাই আবারো নিয়ে এলাম সেরকমই একটি নতুন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। যার মাধ্যমে আপনারা দ্বিতীয়বারের জন্য সুযোগ পাবেন নিজেকে জিনিয়াস হিসেবে প্রমাণ করার।
আজকের এই চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে ইংরেজিতে লেখা রয়েছে অসংখ্য ‘HAZY’ এবং ঠিক এরই মাঝে লোকানো রয়েছে একটি ‘LAZY’। যেটাকে ১৮ সেকেন্ডের ভেতর খুঁজে বার করতে পারলে আপনাকে জিনিয়াস হিসেবে ধরে নেওয়া হবে। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
ব্যাস এখানেই শেষ আপনার সময়। আজকের এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারী যে সমস্ত প্রতিযোগীরা সঠিক উত্তরটিকে খুঁজতে সক্ষম হয়েছেন সেই সমস্ত প্রতিযোগীদের জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন। আপনারা কিন্তু আসলেই একজন জিনিয়াস মশাই। তবে যারা এবারের মতো ব্যর্থ হলেন তারা চিন্তা না করে নিচে দেওয়া আমাদের ছবিটিকে লক্ষ্য করুন। দেখুন আমরা সেখানে আগে থেকেই সঠিক উত্তরটিকে খুঁজে চিহ্নিত করে দিয়েছি।