Optical Illusion Test: ফটোর মধ্যে থেকে তিনটি পা যুক্ত ঘোড়া গুলিকে খুঁজে বের করুন 15 সেকেন্ডের মধ্যে

ফটোতে দেখা যাচ্ছে ফটো জুড়ে প্রচুর ঘোড়া আছে। আর সেই ঘোড়ার মধ্যে থেকে আপনাকে বিজোড় ঘোড়া গুলি খুঁজে বের করতে হবে।

Optical Illusion: সোশ্যাল মিডিয়া (Social Media) চোখ পড়লেই সকলের সামনে চলে আসে একটি দুর্দান্ত খেলা তা হলো অপটিক্যাল ইলিউশন। বর্তমান সময়ে সব রকমের জ্ঞান পাওয়া যায়। ঠিক তেমনই দিনের থেকে আপনাকে চাঙ্গা করতে থাকে বিশেষ কিছু খেলা। তেমনই আজ দুর্দান্ত একটি খেলা নিয়ে হাজির হয়েছি। নম্বর কিংবা অক্ষর সিরিজ নয় বরং ফটোর মধ্যে থেকে বিজোড় ঘোড়া খুঁজে বের করার একটি চ্যালেঞ্জ। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো উত্তর খুঁজে বের করতে হবে খুব ঝটপট। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।

Optical illusion

ভাইরাল (Viral) হওয়া ফটোতে দেখা যাচ্ছে ফটো জুড়ে প্রচুর ঘোড়া আছে। আর সেই ঘোড়ার মধ্যে থেকে আপনাকে বিজোড় ঘোড়া গুলি খুঁজে বের করতে হবে। বিজোড় ঘোড়া বলতে চারটি পায়ের জায়গায় তিনটি পা যুক্ত ঘোড়া খুঁজে বের করতে হবে। তবে সময় থাকবে মাত্র ১৫ সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিক উত্তর দিতে হবে আপনাকে। বুদ্ধির এই খেলায় মাত্র কিছু মানুষ সঠিক এখনও সফলতা ছিনিয়ে নিতে পেরেছেন। তাঁদের যে দৃষ্টি ঈগলের মতো তা বলতে দ্বিধা নেই। আপনার সময় শুরু হলো এখন থেকে।

সময় চলতে শুরু করলো এখন।

15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1

আপনার সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট নয়টি বিজোড় ঘোড়া আছে। সেগুলি যদি আপনারা খুঁজে পান তাহলে জিনিয়াস। তবে যদি খুঁজে না পান তাহলে আপনাকে বলতেই হবে আপনি ফেল করেছেন। কারণ এই ধরণের প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায়। আপনার বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হয়েছে। তাহলে কেমন লাগলো এই প্রতিবেদন নিশ্চয়ই শেষে আমাদের জানাতে ভুলবেন না।
Optical illusion