ছবিতে এতগুলি “TRAP” এর মধ্যে লুকিয়ে আছে একটি “TRIP”, ৭ সেকেন্ডে খুঁজে বের করলেই আপনি জিনিয়াস
পুরো ফটোজুড়ে 'TRAP' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে 'TRAP'-এর ভিড়ের মাঝেই 'TRIP' লেখা রয়েছে। 'TRIP' শব্দটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড।

সোশ্যাল মিডিয়ার পাতা খুললে নানান রকমের ফটো দেখতে পাওয়া যায়। বিভিন্ন মজাদার ও জ্ঞানমূলক ফটোর মাঝেই কিছু বিশেষ ফটো দেখতে পাওয়া যায়, যেগুলো বাকিদের থেকে বেশ আলাদা। এই ফটোগুলো নেটিজেনদের অবাক হতে বাধ্য করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, এই ছবিগুলো দৃষ্টিভ্রম বিশিষ্ট হয়। ইংরেজি ভাষায় এটি অপটিক্যাল ইলিউশন নামে পরিচিত।
যাঁরা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করতে ভালোবাসেন। তাঁরা সাধারণত অপটিক্যাল ইলিউশন রিলেটেড ছবি খুঁজে থাকেন সমাধান করার জন্য। অপটিক্যাল ইলিউশন সমাধান করা মোটেই চারটিখানি কথা নয়। মস্তিষ্কের বেশ ভালোই কসরত হয় অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গেলে। একইসঙ্গে চোখকেও বেশ মনোযোগ সহকারে পরিশ্রম করতে হয়। মনোযোগ সরলেই শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তি নিয়ে অপটিক্যাল ইলিউশন সমাধান করা যায় না। একটু মনোযোগ সরলেই উত্তরটি চোখের সামনে থেকে সরে যেতে পারে। আর তাই যে ব্যক্তি মনোযোগ সহকারে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে উত্তর খুঁজবেন, সেই একমাত্র অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারবেন।
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপটিক্যাল ইলিউশনটি মূলত ধূসর রঙের ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট একটি ফটো। ওই ধূসর রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো ফটোজুড়ে ‘TRAP’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে ‘TRAP’-এর ভিড়ের মাঝেই ‘TRIP’ লেখা রয়েছে। ‘TRIP’ শব্দটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। এই ১০ সেকেন্ডের মধ্যে ‘TRIP’ খুঁজে বের করতে পারলে আপনি সত্যিই জিনিয়াস!
কী? ‘TRAP’-এর ভিড়ে ‘TRIP’ খুঁজে পেলেন? না খুঁজে পেলেও কোনো ব্যাপার না। উত্তর জানার জন্য নিম্নে পেশ করা সমাধানটি দেখতে পারেন।