Optical Illusion: ছবিতে এতগুলি ‘W’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘V’, 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
পুরো ফটোর উপরেই 'W' ছেয়ে থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, 'W'-এর ভিড়ের মাঝেই একটি 'V' লুকিয়ে আছে।

আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে একটি নতুন বিষয় ট্রেন্ডিংয়ে থাকতে দেখা গেছে। পূর্বে শুধুমাত্র মিম বা ভিডিও নিতে নেটিজেনদের মেতে থাকতে দেখা যেত। তবে এবার এই তালিকাতেই যুক্ত হতে দেখা গেছে অপটিক্যাল ইলিউশনকে। অবসর সময় কাটানোর বিষয়ের তালিকায় বেশ ভালোভাবেই স্থান অধিকার করতে দেখা গেছে অপটিক্যাল ইলিউশন বিশিষ্ট ফটোগুলোকে।
অপটিক্যাল ইলিউশন সমাধান মানেই মস্তিষ্ক ও চক্ষুর খেলা। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে গেলে মস্তিষ্ককে বেশ ভালো রকমের কসরত করতে হয়। আবার, মস্তিষ্কের সঙ্গে হাত ধরে চলতে হয় চক্ষুকেও। এক্ষেত্রে চোখকে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হয়। একইসঙ্গে মনোযোগের অভাব হলেও চলবে না। কারণ মনোযোগ বিঘ্নিত হলেই একটুর জন্য চোখের সামনে থেকে উত্তর সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে, একটু ভুল হলেই আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর এইসবের মাঝেই সময় নষ্ট হয়। ফলস্বরূপ, নির্ধারিত সময়ের মধ্যে আর অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করা সম্ভব হয়ে ওঠে না।
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। ফটোটিতে কালো রঙের ব্যাকগ্রাউন্ডের উপর শুধুই ‘ইংরেজি অ্যালফাবেট’ দেখতে পাওয়া গেছে। পুরো ফটোর উপরেই ‘W’ ছেয়ে থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, ‘W’-এর ভিড়ের মাঝেই একটি ‘V’ লুকিয়ে আছে। এক্ষেত্রে ‘V’ খোঁজার জন্য মাত্র ১০ সেকেন্ড নির্ধারণ করা হয়েছে। বেশিরভাগ মানুষই ১০ সেকেন্ডের মধ্যে ‘W’-এর ভিড়ের মাঝে ‘V’ খুঁজতে ব্যর্থ হয়েছেন। মাত্র ৫% মানুষই এই খেলায় সফল হয়েছে। এবার, দেখুন তো আপনি সেই ৫% মানুষের মধ্যে আছেন কিনা। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর খুঁজে পেয়ে থাকেন, তাহলে আপনি সত্যিই জিনিয়াস!
খুঁজে পাওয়া গেল? ১০ সেকেন্ডের মধ্যে না খুঁজে পেয়ে থাকলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।