চোখের পরীক্ষা: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘W’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস
অসংখ্য বড়োহাতের ইংরেজি 'M'। আর ঠিক এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি ইংরেজি 'W'।

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা বর্তমান সময়ের একটি অন্যতম জনপ্রিয় টপিক। আর এর মাধ্যমে সময় কাটাতে দেখা যায় আট থেকে আশি প্রতিটি বয়সের মানুষকেই। এগুলোকে দেখতে খুবই সাধারণ বলে মনে হলেও আদতে কিন্তু ওতটাও সোজা নয় এগুলো। যার কারণে কেবলমাত্র ২ শতাংশ মানুষই এগুলোর সঠিক উত্তর খুঁজে বার করতে সক্ষম হন। যারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন তাদের কাছে এগুলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।
অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জগুলোতে কখনো কখনো এমন কিছু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয় যার ফলে বহু প্রতিযোগীই খেলার শুরুর আগেই ঘাবড়ে যান। তবে এই চ্যালেঞ্জগুলোর আসল শর্তই হচ্ছে যে কিছুতেই ঘাবড়ানো চলবে না। কারণ একবার ঘাবড়ে গেলেই তাঁকে বিদায় নিতে হবে এই চ্যালেঞ্জটি থেকে। যার কারণে বুদ্ধি ও চোখ খোলা রেখেই অংশগ্রহণ করতে হবে এই চ্যালেঞ্জে।
আপনাদের জন্য এর আগে বহুবার বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। আর সেগুলোতে অংশগ্রহণ করে আপনারা অনেকেই হয়ে উঠেছেন জিনিয়াস। আবার কেউ কেউ ব্যর্থ হয়ে মন খারাপও করেছেন। যারা আগের চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য এবার নিয়ে হাজির হয়েছি একটি নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে। আর সেটার মাধ্যমে আপনারা হয়ে উঠতে পারবেন জিনিয়াস।
আজকের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পারবেন যে একটি গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ড এর ওপর পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য বড়োহাতের ইংরেজি ‘M’। আর ঠিক এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি ইংরেজি ‘W’। যদি সেটাকে ১০ সেকেন্ডের ভেতর খুঁজে বার করতে পারেন তাহলে ধরে নেওয়া হবে আপনি একজন জিনিয়াস। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। ছবিটির উপর ভালোমতো চোখ বুলিয়ে নিয়ে উত্তরটিকে চিহ্নিত করুন।
কী পেলেন খুঁজে? যদি ইতিমধ্যে সেই সংখ্যাটিকে কেউ পেয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই। আপনার দৃষ্টিশক্তি কিন্তু সত্যিই প্রশংসনীয়। তবে যারা এবারও ব্যর্থ হয়েছেন তাদের জন্য নিচে আমরা সঠিক উত্তরটিকে চিহ্নিত করে দিয়েছি দেখুন।