চোখের পরীক্ষা: ছবিতে লুকিয়ে রয়েছে একটি ‘5399’, রইল 12 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
অসংখ্য 5599-এর ভিড়ে লুকিয়ে আছে একটি 5399, রইল ১২ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

Optical Illusion: পৃথিবীতে নানান রকমের মানুষ রয়েছে। এর মধ্যে এক প্রকারের মানুষ বুদ্ধিমত্তা যাচাই করার জন্য ধাঁধার খোঁজ করে থাকেন এবং সেগুলো বরাবর সমাধান করে থাকেন। এদিকে জগতে আরেক প্রকারের মানুষও রয়েছেন যাঁরা ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন সমাধান করা থেকে দূরত্ব বজায় রাখেন। আপনি কোন দলে পড়েন? আপনি ধাঁধা তথা অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন? না কখনও অপটিক্যাল ইলিউশন সমাধানই করেননি?
ধাঁধা মূলত ব্রেন বুস্টার হিসাবে পরিচিত। কারণ, ধাঁধা সমাধান করলে মস্তিষ্কের কসরত হয়। যা স্মৃতিশক্তি মজবুত রাখার ব্যাপারে খুবই কার্যকরী ভুমিকা পালন করে। দৃষ্টি শক্তি আপনার দুর্বল? না তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী আপনি? আপনি কি চ্যালেঞ্জ নিয়ে দেখতে চান যে কোন দলে পড়েন? প্রথম প্রশ্নের উত্তর যদি না হয় এবং পরবর্তী দুই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই প্রতিবেদনে দেওয়া চ্যালেঞ্জটি গ্রহণ করে দেখতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জানতে পেরে যাবেন যে, আপনার দৃষ্টিশক্তি কতটা ভালো ও আপনি কতটা মনোযোগী।
আজকের এই প্রতিবেদনে পেশ করা হয়েছে একটি অপটিক্যাল ইলিউশন। সমাধানকারীর দৃষ্টিশক্তি ৫০/৫০ হলেও এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করতে পারবেন। এই অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটোতে একাধিক ‘5599’ রয়েছে। এই ‘5599’-এর মাঝেই একটি ‘5399’ লুকিয়ে রয়েছে। উত্তরদাতার কাজ হল ১২ সেকেন্ডের মধ্যে ‘5399’ খুঁজে বের করা। উত্তরদাতার দৃষ্টিশক্তি মোটামুটি ভালো থাকলেই ১২ সেকেন্ডের মধ্যে ‘5399’ খুঁজের বের করে নেওয়ার কথা। দেখুন তো আপনি এই চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারেন কিনা!
যদি সফল হয়ে যান, তাহলে তো খুবই ভালো খবর। সফল না হলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।