চোখের ধাঁধা: ছবিতে সারি সারি 6-এর মাঝে লুকিয়ে রয়েছে একটি 9, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অসংখ্য 6-এর মাঝে লুকিয়ে আছে একটি 9।

সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে বর্তমানে চলছে ধাঁধার খেলা। আট থেকে আশি সকলে সেই খেলায় সামিল হতে পারবেন। সময় কাটাতে চাইলে এই ধরণের খেলার বিকল্প নেই। তাই তো ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখার পরিবর্তে সকলে ধাঁধা কিংবা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলার চেষ্টা করছেন। নম্বর সিরিজের দুর্দান্ত মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি আজ। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো উত্তর খুঁজে বের করতে হবে। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার।

সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে লেখা আছে 6। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্ব আপনার। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে নিশ্চয়ই জানতে চাইছেন? ফটোর থেকে 9 সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তবে পাবেন মাত্র কয়েক সেকেন্ড।

১০ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। বুদ্ধির এই খেলায় এখনও পর্যন্ত মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে। কি উত্তর খুঁজে পেয়েছেন?





সময় শেষ হলো আপনার। এবার প্রতিবেদনের নিচে আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন কতটা সঠিক হলো। ফটোতে পাঁচ নম্বর স্তম্ভের নিচের দিক থেকে দ্বিতীয় সারিতে যে সংখ্যা ফেখা যাচ্ছে সেটি কিন্তু 6 না। বরং সেই সংখ্যাটি হলো 9। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস ব্যক্তি তা বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদনের শেষে অবশ্য সঠিক উত্তরটি দেওয়া থাকলো আপনাদের বোঝার সুবিধার জন্য।