চোখের পরীক্ষা: ছবির মধ্যে লুকিয়ে আছে ‘I’, মাত্র 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

অসংখ্য J-এর মাঝে লুকিয়ে আছে একটি 'I', ১০ সেকেন্ডে খুঁজে বের করুন।

দৃষ্টি শক্তি উচ্চ মানের আপনার? সাথেই জানেন বেশ ইংরেজি। না আপনাকে কোনো চাকরির অফার দেওয়া হবে না। বরং আমাদের নেক্সট নিউজের পাতায় প্রতিদিন এমন দুর্দান্ত কিছু খেলা আপনাদের জন্য নিয়ে হাজির হচ্ছি। আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিকই ধরেছেন আজকেও আপনাদের জন্য একটি বিশেষ ধরণের ধাঁধা (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়েছি। বিশেষ বললে হয়তো ভুল হবে তাই খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে নেবো।

ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অসংখ্য ‘j’ লেখা আছে। ফটো জুড়ে এত ‘j’ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্ন কি? এর মধ্যে লুকিয়ে আছে অন্য একটি অক্ষর। জানেন অনন্য অক্ষরটি কি আছে এই ফটোতে। ফটোতে ভুল করে একটি ‘i’ লুকিয়ে পড়েছে। সেই ‘i’ খুঁজে বের করতে হবে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজেকে মেপে নিতে পারবেন বুদ্ধি ও দৃষ্টির জোরে।

উত্তর খুঁজে বের করার জন্য 18 সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে 18 সেকেন্ড সময় শুরু হচ্ছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।

10
9
8
7
6
5
4
3
2
1

আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে 13 টি স্তম্ভ ও 8 টি সারি বর্তমান। সেখানেই 13 নম্বর স্তম্ভের প্রথম সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘j’ শব্দের বদলে ‘i’ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসা করি যাদের উত্তর ঠিক হয়েছে তারা এক একজন জিনিয়াস বটে।