মাত্র 10 সেকেন্ডে দুটো ছবির মধ্যে 3টি পার্থক্য খুঁজে বের করলেই আপনি জিনিয়াস
খুবই সহজ কিন্তু দৃষ্টি শক্তি আপনার ভালো দরকার যে কারণে বেশিরভাগ মানুষ এই প্রতিবেদনের উত্তর দিতে পারেন না। আজকের প্রতিবেদনে দেওয়া ফটোটির মধ্যে থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।

- দুটি একই ছবি পাশাপাশি রেখে দিলে তার মধ্যে থেকে পার্থক্য খুঁজে বের করতে পারবেন? সহজ মনে হলেও কিন্তু এই ধরণের খেলা খুব সহজ হয় না। তাইতো বেশরভাগ মানুষ সঠিক উত্তর দিতে গিয়ে বোকা হয়ে যায়। আজকের খেলা ঠিক তেমনই। খুবই সহজ কিন্তু দৃষ্টি শক্তি আপনার ভালো দরকার যে কারণে বেশিরভাগ মানুষ এই প্রতিবেদনের উত্তর দিতে পারেন না। আজকের প্রতিবেদনে দেওয়া ফটোটির মধ্যে থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।
ফটোতে দেখা যাচ্ছে একটি ছেলে রান্না করছে। মুখে তার এক গাল হাসি। ছুরি দিয়ে কিছু কেটে নিয়েছে। কিন্তু এক মিনিট পাশে একইরকম দেখতে আরও একটি ছবি আছে। একই রকম দেখতে হলেও এই ছবির মধ্যেই লুকিয়ে আছে তিনটি পার্থক্য। সেই পার্থক্য আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন উত্তর দেওয়ার। আপনার কাছে মাত্র 7 সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য।
এই ধরণের প্রশ্নর উত্তর দেওয়ার জন্য প্রথম থেকে দুটি ফটোকে খুব ভালো করে দেখুন। তাহলেই এই প্রশ্ন গুলি সহজ হয়ে উঠবে। কি পারবেন তো এই সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে। অনেক মানুষ ইতিমধ্যেই নিজের হার স্বীকার করে নিয়েছেন। আপনার সময় শুরু হলো এখন থেকে –
7
6
5
4
3
2
1
সময় আপনার শেষ হলো আপনার। এবার আমাদের প্রতিবেদনের উত্তরের সাথে আপনি নিজের উত্তর গুলি মিলিয়ে দেখুন।
১) বাঁ দিকের ফটোটিতে দেখুন ছেলেটির চুলের অংশ দেখা যাচ্ছে না। কিন্তু ডানদিকের ফটোতে সেই চুল স্পষ্ট দেখা যাচ্ছে।
২) বাঁ দিকের ফটোতে টেবিলের সামনে হলুদ ফল রাখা থাকলেও তা হয়ে গেছে ডানদিকের ফটোতে লাল।
৩) বাঁ দিকের ফটোতে একটা কালো বেড়ি দেখা না গেলেও ডান দিকের ফটোতে স্পষ্ট দেখা যাচ্ছে।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে পার্থক্য গুলি নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হলো। আরও এই ধরণের প্রতিবেদন পড়ার জন্য প্রতিদিন আমাদের পেজটি ফলো করে রাখুন।