চোখের পরীক্ষা : ছবিতে লুকিয়ে আছে একটি ‘MET’, 15 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

অসংখ্য WET এর মধ্যে লুকিয়ে আছে MET, রইল ৮ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ।

Optical Illusion: জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষকে পড়তে হয় বিভিন্নরকম চ্যালেঞ্জে। কেউ কেউ সেই চ্যালেঞ্জ সহজেই পার করতে পারে তো আবার কেউ কেউ তাতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে। তাই যেকোনো ক্ষেত্রেই এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যালেঞ্জের মাধ্যমেই মানুষের আসল রূপ বেরিয়ে আসে। তাই আপনিও যদি একজন চ্যালেঞ্জপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি কেবলমাত্র আপনার জন্য।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো জীবনের সেই সমস্ত চ্যালেঞ্জ নয় বরং নিজেদের আইকিউ টেস্ট করার অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে। যেটাকে অনেকে চোখের ধাঁধা বলেও চেনেন। কমবেশি প্রত্যেকেই এধরনের চ্যালেঞ্জে বর্তমানে অংশগ্রহণ করতে ব্যাপকভাবে আগ্রহী। যার কারণে এই চ্যালেঞ্জটি তুমুল জনপ্রিয়তার শেখরে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এখন আট থেকে আশি প্রত্যেকেই এতে অংশগ্রহণ করে নিজেকে জিনিয়াস হিসেবে প্রমাণ করতে ভীষণভাবে উদ্যোগী।

এর আগে আমাদের প্রতিবেদনের মাধ্যমে বহুবার বিভিন্ন ধরনের মজার মজার অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। যেখানে আপনাদের অনেকেই অংশগ্রহণ করে একেবারে হয়ে উঠেছেন জিনিয়াস। আজকের এই প্রতিবেদনটিতে সেরকমই একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে আবারো হাজির হলাম আপনাদের কাছে। আজকের এই চ্যালেঞ্জটিতে আপনারা দেখতে পাবেন একটি ব্যাকগ্রাউন্ডের ওপর ইংরেজিতে পরপর সারিবদ্ধভাবে লেখা রয়েছে অসংখ্য ‘WET’।

ছবিটির ওপর একবার চোখ রাখলে সেখানে শুধুমাত্র ‘WET’ শব্দটিই চোখে পড়বে। কিন্তু না এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি ‘MET’। যা খুঁজে বার করার মাধ্যমে প্রমাণিত হবে আপনি জিনিয়াস কিনা। আর এটিকে খোঁজার জন্য আপনার কাছে থাকবে কেবলমাত্র ১০ সেকেন্ড সময়। তাই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে।

১০

ব্যাস আপনার সময় এখানেই সমাপ্ত হচ্ছে। যে সমস্ত প্রতিযোগীরা ইতিমধ্যে উত্তরটিকে খুঁজে পেয়েছেন সেই সমস্ত প্রতিযোগীদের জানাই অসংখ্য অভিনন্দন। আপনারা কিন্তু সত্যিকারেরই একজন জিনিয়াস সেনিয়ে কোনোরকম সন্দেহ নেই। তবে যারা এই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছেন তাদের সুবিধার্থে নিচে আমরা সঠিক উত্তরটিকে চিহ্নিত করে দিয়েছি দেখুন। কি পেলেন খুঁজে এবার? তাহলে আজকের এই চ্যালেঞ্জটি আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।