IQ Test: ছবি দু’টিতে রয়েছে খুব সহজ ৩টি পার্থক্য, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
দুটি ছবি দেখতে সাধারণত একই রকম। তবে ভালো করে দেখলে বোঝা যাবে কয়েকটি পার্থক্য দেখা যাবে। সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে দেখলে কিন্তু হবে না।

IQ Test: দুটি ছবি দেখতে সাধারণত একই রকম। তবে ভালো করে দেখলে বোঝা যাবে কয়েকটি পার্থক্য দেখা যাবে। সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে দেখলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে একজন ডিটেক্টিভের নজর থেকে। যেখানে কার্যত দুটি পাশাপাশি থাকবে আর আপনাকে হতে হবে ফেলুদা কিংবা ব্যোমকেশ বক্সী। তাদের মতো করেই আজ এই অসাধারণ ধাঁধার উত্তর খুঁজে বের করুন। অবসর সময়ে নেটিজেনরা (Netizen) সবথেকে বেশি এই ধরণের ধাঁধার মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন।
ফটোতে দেখা যাচ্ছে একটি ছেলে ঘরের মধ্যে জল পান করছে। ঘরের মধ্যে আছে বিভিন্ন রকমের সরমজাম। কিন্তু এক মিনিট, পাশাপাশি দুটো ফটো কিন্তু এক রকম নয়। হ্যাঁ এর মধ্যেও লুকিয়ে আছে তিনটি বিশেষ পার্থক্য। যা আপনাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন।
আপনার কাছে মাত্র 9 সেকেন্ড আছে। কি পারবেন তো এই সময়ের মধ্যে উত্তর গুলি খুঁজে বার করতে। ছবি থেকে তাড়াতাড়ি সেই তিনটি পার্থক্য খুঁজে বের করুন।
অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। তাদের দৃষ্টি শক্তি সত্যি খুব উন্নত। আপনাকে হার মানলে চলবে না।
আপনার নির্দিষ্ট সময় এবার এখন থেকে শুরু হয়ে গেছে। তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।
9
8
7
6
5
4
3
2
1
সময় আপনার শেষ। নিশ্চয়ই তিনটি পার্থক্য খুঁজে পেয়েছেন। এবার আমাদের পাওয়া উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখে নিন। নিচে আপনাদের পার্থক্য গুলি জানিয়ে দেওয়া হলো।
১) প্রথম ফটোতে অর্থাৎ বা দিকে ছেলেটির গেঞ্জির হাতা সম্পূর্ণ গোলাপি রঙের। তবে ডানদিকের ফটোতে সেটা সাদা।
২) বাঁ দিকের ফটোতে গেঞ্জির সাদা অংশটি বেশ সরু। তবে ডানদিকের ফটোতে সেটা মোটা।
৩) পিছনে ফ্রিজের হাতলটি লক্ষ্য করুন। বাঁ দিকের হাতলটি ছোট কিন্তু ডান দিকের হাতলটি বেশ বড়ো।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে মোট তিনটি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। কতজন হলেন ফেলুদা বা ব্যোমকেশ, নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।