এই ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে ৭টি নাম্বার, ১১ সেকেন্ডে খুঁজে বের করলেই আপনি জিনিয়াস

এই আঁকাবাঁকা নকশার মধ্যে লুকিয়ে আছে হালকা ছাই রঙের বেশ কয়েকটি নম্বর।

সোশ্যাল মিডিয়াতে আজকাল অপটিক্যাল ইলিউশনেরই রমরমা। বহু মানুষই আজকাল ফটো ও ভিডিও উপভোগ করার পাশাপাশি অপটিক্যাল ইলিউশন সমাধান করার পিছনে সময় খরচ করেন। অপটিক্যাল ইলিউশন সমাধান যেন নেশার মতো। একটি সমাধান করতে শুরু করলে আরও সমাধান করতে ইচ্ছে করে। যাঁরা সমাধান করতে পারেন, তাঁরা খুব সহজেই সমাধান করে ফেলেন। আর যাঁরা সমাধান করতে অক্ষম তাঁরা সারাদিন পেরিয়ে গেলেও সমাধান করতে পারেন না।

অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য উত্তরদাতার বিচক্ষণ বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। নচেৎ সারাদিন পার করে দিলেও অপটিক্যাল ইলিউশন সমাধান করা সম্ভব হবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের অপটিক্যাল ইলিউশন দেখতে পাওয়া যায়। কখনও মানুষ, কখনও জন্তু জানোয়ার, কখনও সংখ্যা, আবার কখনও নম্বরে ঢেকে থাকতে দেখা যায় অপটিক্যাল ইলিউশনগুলোকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হতে দেখা গেছে। উক্ত ফটোতে কোনো সংখ্যা বা কোনো মানুষকে দেখা যায়নি। পরিবর্তে দেখা গেছে প্যাঁচানো বৃত্তাকার রেখার নকশা। এই নকশা এতটাই প্যাঁচানো যে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথা ঘুরে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। তবে এই অপটিক্যাল ইলিউশনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে তবেই উত্তর খুঁজে পাওয়া যাবে। শুনতে আজব লাগলেও, এটাই সত্যিই। কারণ, এই আঁকাবাঁকা নকশার মধ্যে লুকিয়ে আছে হালকা ছাই রঙের বেশ কয়েকটি নম্বর।

সাধারণত সবাই প্রথমে ফটোটির তাকালে ২টি বা ৩টি নম্বর দেখতে পান। যাঁরা অপটিক্যাল ইলিউশনে দক্ষ, তাঁরাই শেষ পর্যন্ত সমস্ত সংখ্যা খুঁজে বের করতে পারেন। প্রথমে ফটোটির দিকে তাকালে মনে হবে বৃত্তাকার রেখাগুলো ঘুরছে। কিন্তু ভালো করে তাকালেই বোঝা যাবে যে, রেখাগুলো মোটেই ঘুরছে না। এগুলো আসলে সবই মস্তিষ্কের খেলা তথা দৃষ্টিভ্রম। অনেকেই সমস্ত সংখ্যা একবারে খুঁজে বের করতে পারেননি, দেখুন তো আপনি পারেন কিনা!

জানলে অবাক হবেন, আপাতত এই অপটিক্যাল ইলিউশনটি টুইটারকে দুইভাগে ভাগ করে দিয়েছে। ভিন্ন ভিন্ন উত্তরের মধ্যে ভরে যেতে দেখা গেছে পোস্টের কমেন্ট বক্স।