চোখের ধাঁধা: ‘DEED’-এর ভিড়ে লুকিয়ে আছে ‘DEAD’, 13 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

ফটো জুড়ে এত 'DEED' লেখা থাকলেও আপনাকে 'DEAD' শব্দটি খুঁজে বের করতে হবে।

ইংরেজি শব্দ সম্পর্কে এখন বেশিরভাগ মানুষের জ্ঞান আছে। নিত্য দিনের সাথে চলতে গেলে এই ভাষা অবশ্যই দরকার হয়। কিন্তু তাঁর সাথেই দরকার উপস্থিত বুদ্ধি ও ভালো মানের দৃষ্টি শক্তির। আজকের কিন্তু বিশেষ ধাঁধা পুরোটা মিশিয়ে তৈরী করা হয়েছে। যেমন দরকার ইংরেজির জ্ঞানের। ঠিক তেমনই দরকার আমাদের সকলের বাজ পাখির মতো নজরের। আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে।

ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অনেকবার ‘DEED’ লেখা আছে। ফটো জুড়ে এত ‘DEED’ লেখা থাকলেও আপনাকে ‘DEAD’ শব্দটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ এই ভুল কিংবা ODD শব্দটি খুঁজে বের করতে হবে আপনাকে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি মেপে নিতে পারবেন। বুদ্ধি ও দৃষ্টির জোরে কি পারবেন সফল হতে?

উত্তর খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।

১০








আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে প্রথম স্তম্ভের শেষের দিক থেকে দ্বিতীয় শব্দটি দেখুন। সেখানে ‘DEED’ নয় বরং লেখা আছে ‘DEAD’। প্রতিবেদনের শেষে সেই ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসা করি যাদের উত্তর ঠিক হয়েছে তারা নিয়মিত এই ধরণের খেলা খেলবেন।