পঞ্চমী এখন অতীত, শীঘ্রই এই জনপ্রিয় নায়িকার সাথে ছোটপর্দায় কামব্যাক করছেন রাজদীপ

পঞ্চমী শেষ হওয়ার দু মাস আগেই ধারাবাহিক থেকে বিদায় নেন রাজদীপ। বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল।

বাংলা টেলিভিশনের নাগকন্যা ‘পঞ্চমী’ (Panchami) হিসাবেও ব্যাপক সাফল্য হাতে আসেনি। কারণ প্রথম থেকে বেঙ্গল টপারের লিস্টে থাকলেও ব্যাপক সাফল্য খুব বেশি কোনোদিনই আসেনি। গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল এই মেগা। আর স্লট হারিয়ে, দর্শকদের মন থেকে বেরিয়েছে মাত্র আট মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। শুধু তাই নয় ধারাবাহিকের প্রথম হিরো ছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। পঞ্চমী শেষ হওয়ার দু মাস আগেই ধারাবাহিক থেকে বিদায় নেন রাজদীপ। বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সেই বিতর্কের জেরে টেলিভিশন (Television) থেকে বেশ দূরে সরিয়ে গিয়েছিলেন তিনি এমনটা বলেছেন দর্শকরা। তাঁকে ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে। তবে সেসব বিতর্ককে দূরে সরিয়ে দিয়ে আবারও ফিরছেন পর্দায়। বড় নয় ছোটো পর্দাতেই মজলেন অভিনেতা। স্টার জলসা (Star Jalsha) কিংবা জি বাংলায় (Zee Banglal) নয় বরং এবার ‘সান বাংলা’ (Sun Bangla)চ্যানেলে দেখা যাবে রাজদীপকে। আর তাঁর সাথে থাকছেন অভিনেত্রী জ্যাসমিন রায় (Jesmin Roy)।

সান বাংলা একের পর এক ধারাবাহিক নিয়ে এসে সকলের মন জয় করছে। টেলিভিশনের নামী দামি মুখেরাও কার্যত সান বাংলার বিভিন্ন প্রজেক্ট যুক্ত হচ্ছেন। কয়েকদিন আগে অভিনেত্রী রুকমা রায় (Rookma Ray) এই চ্যানেলে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিকের নাম কিংবা বিশেষ অন্দরের খবর যদিও এখনই জানা সম্ভব হচ্ছে না। কিন্তু সূত্রের খবর, এটি একটি প্রেমের উপাখ্যান। যেখানে রাজদীপ ও জ্যাসমিন মুখ্য চরিত্রে থাকলেও চরিত্রের খাতিরে দুজনে দুজনের বিপরীতে থাকবে। আগামী মাসে হবে এই ধারাবাহিকের লুক সেট ও প্রোমো স্যুট।

রাজদীপ যদিও কেন পঞ্চমী ছেড়েছিলেন তার উত্তর দিয়েছিলেন তিনি। তবে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল, রাজদীপের মা মারা যায় কয়েক মাস আগে। তাই ডিপ্রেসড ছিলেন, সে কারণেই নাকি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। রাজদীপ জানিয়েছিলেন -‘ধারাবাহিকে আমার চরিত্র মাঝপথে মারা গিয়েছে তাই আমার যাত্রা শেষ হয়েছে। আমার কোনো ব্যক্তিগত কারণ কিংবা কোনো ঝামেলার জন্য সেখান থেকে বিদায় নিইনি।’ রাজদীপের ভালোবাসার দর্শকরা এখন তার নতুন চরিত্রে নতুন লুকে টেলিভিশনের পর্দায় ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।