Parineeti-Raghav Wedding: অপেক্ষার অবসান, চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন পরিনীতা-রাঘব! দেখুন বিয়ের ছবি

মে মাসের 13 তারিখ দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতা এবং রাঘব। রবিবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পরিণীতা।

Parineeti-Raghav Wedding: অবশেষে রবিবার রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ের মাধ্যমে মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দীর্ঘদিনের ভালোবাসার দুই মানুষকে এক হতে সাক্ষী থাকলো উদয়পুর সহ সম্পূর্ণ দেশ। বিখ্যাত লীলা প্যালেসে বিয়ের আসর বসেছিল। বলিউড ও রাজনৈতিক জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, টেনিস তারকা সানিয়া মির্জা সহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

Parineeti-Raghav Wedding

পরিনীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনস যদিও উপস্থিত হননি। জানা যায় পারিবারিক কিছু সমস্যার জন্যই ড্রিম গার্ল আসেননি। ২২ সেপ্টেম্বর থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে গিয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। একে-একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সঙ্গীতের পর রবিবার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।

নব বধূ ও তার মনের মানুষের পোশাক –

বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন নায়িকা। অন্যদিকে আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা। নৌকায় চড়ে জল পেরিয়ে বিয়ে করতে আসেন রাঘব। তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। গলায় মুক্তোর মালা। অন্যদিকে নায়িকা পড়েছিলেন বেইজ রঙের লেহেঙ্গা সাথেই মানানসয়ী চোকড জুয়েলারি।

Parineeti-Raghav Wedding Photos:

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

মে মাসের 13 তারিখ দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতা এবং রাঘব। রবিবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পরিণীতা। ক্যাপশনে নায়িকা লেখেন, “ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা হয়েছিল। আর তারপরে একে অপরকে মন দিয়েছিলাম। মাসের পর মাস অপেক্ষা করেছি আজকের এই দিনটার জন্য। শেষমেষ এক হলাম আমরা। শুরু হল নতুন জীবনের পথ চলা”। তাঁদের এই নতুন পথ চলার দিনে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।