ফাঁকা ঘরে উদ্দাম রোমান্সে মত্ত পবন সিং ও মনি, ভাইরাল ভোজপুরি গানের ভিডিও

'পালঙ্গিয়া সোনে না দিয়া' এই গানে পবন ও মনিকে বন্ধ বেডরুমে উষ্ণতায় ভরপুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।

পূর্বে ভোজপুরীর সিনেমা জগতের বিস্তার তেমন ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হওয়ার পর থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির বিস্তৃতি ঘটতে দেখা গেছে। ভোজপুরী সিনেমার ভিডিও ক্লিপ বা গানের ভিডিও প্রায়শই আজকাল সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখা যায়। ভিডিওগুলোর ভিউয়ার্সের সংখ্যা দেখেই পরিষ্কার বোঝা যায় যে, এই ভিডিওগুলোর চাহিদা কতখানি!

ভোজপুরী সিনেমার ভিডিওগুলোর মূল আকর্ষণ হল উচ্চ মিউজিকযুক্ত গান ও উষ্ণতায় ভরপুর দৃশ্য। এই দুই বিষয়ের প্যাকেজ দেখা যায় ভোজপুরী গানের ভিডিওগুলোতেও। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই আছেন যাঁরা ভোজপুরী সিনেমার ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ভিডিওগুলো অন্যান্য দর্শকদের চোখে পড়লে তাঁরা সেই ভিডিওগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেন, মন্তব্য করেন ও শেয়ার করেন।

সম্প্রতি ভোজপুরী গানেরই একটি ভিডিও ভাইরাল হতে দেখা সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে অভিনেতা পবন সিং (Pawan Singh) ও অভিনেত্রী মনি ভট্টাচার্যকে (Mani Bhattacharya) ফাঁকা ঘরে মাখোমাখো রোম্যান্সে ব্যস্ত থাকতে দেখা যায়। পবন ও মনিকে উভয়কেই হলুদ রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। পবনের পরণে যেখানে হলুদ রঙের শার্ট ছিল, সেখানে মনির পরণে ছিল হলুদ রঙের ব্লাউজ ও একরঙা শিফন শাড়ি। কানে সোনালি রঙের ঝুমকো পরিহিত অবস্থায় হালকা মেকআপে মনিকে খুবই সুন্দর লাগছিল দেখতে।

গানের ভিডিওটির নাম ‘পালঙ্গিয়া সোনে না দিয়া’। এই গানে পবন ও মনিকে বন্ধ বেডরুমে উষ্ণতায় ভরপুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এই ভিডিওতে দুইজনকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখে কার্যত ঘাম ঝরেছে নেটিজেনদের।